সময়সীমা ৩ দিন, যাদবপুরের হস্টেল ছাড়তে হবে প্রাক্তনীদের… Ex students to leave Jadavpur universitys hostel


শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: আর নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল এবার ছাড়তে হবে প্রাক্তনীদের। সময়সীমা ৩ দিন। স্বপ্নদীপের মৃত্যুর পর কড়া নির্দেশিকা জারি করল কর্তৃপক্ষ রিপোর্ট পাঠিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (UGC)।

আরও পড়ুন: JU Student Death: স্বপ্নদীপের অপমৃত্যুতে শিশু সুরক্ষা ও জাতীয় মানবাধিকার কমিশনের জোড়া চাপে যাদবপুর!

৪ দিন পার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডু মৃত্যুতে তোলপাড় চলছে। কীভাবে হস্টেলের বারান্দা থেকে নিচে পড়ে গেল প্রথম বর্ষের ওই পড়ুয়া? হস্টেলে কি  র‌্যাগিংয়ের শিকার হয়েছিল সে? তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এখনও পর্যন্ত গ্রেফতার ৩। ধৃতদের মধ্যে সৌরভ চৌধুরী যাদবপুরেরই প্রাক্তনী। বাকি দু’জন মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্ত বর্তমান ছাত্র। হস্টেলেই থাকতেন তাঁরা। 

এদিকে স্বপ্নদীপের অপমৃত্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট তলব করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন(UCG)। নির্দিষ্ট সময়ের মধ্য়েই সেই রিপোর্ট পাঠাল কর্তৃপক্ষ। সঙ্গে প্রাক্তনীদের হস্টেল ছাড়ার নির্দেশও। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জেপিজি জেপিজি হস্টেলে থাকেন বেশ কয়েক কর্মী। তাঁদেরকে সরিয়ে দিয়ে এবার ওই হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়াদের রাখা চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, কোনও আবাসিক যদি হস্টেলে কোনও পড়ুয়াকে গেস্ট রাখতে চায়, সেক্ষেত্রে কর্তৃপক্ষকে আগে থেকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে যাদবপুরকাণ্ডে প্রতিবাদে পথে নামল এসএফআই। এদিন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যখন যাদবপুর ৪বি মোড়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন সংগঠনের সদস্যরা, তখন র‌্যাগিং বিরোধী হোর্ডি লাগানো হল যাদবপুরের মেন হস্টেলে।

আরও পড়ুন: Exclusive: স্বপ্নদীপের ডায়েরির পাতায় চিঠি লিখল কে? অবশেষে জানা গেল..

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *