Bankura News : ২০ বছর পর মহিলা সভাধিপতি পেল বাঁকুড়া জেলা পরিষদ, মন্দিরে পুজো দিয়েই শুভারম্ভ – after 20 years ansuya roy of trinamool elected from taldangra became the president of bankura zilla parishad


২০ বছর পর মহিলা সভাধিপতি পেল বাঁকুড়া জেলা পরিষদ। তালডাংরা থেকে নির্বাচিত তৃণমূলের অনসূয়া রায় হলেন এবারের জেলা পরিষদ সভাধিপতি। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয়বার বাঁকুড়া জেলা পরিষদ দখল নেয় তৃণমূল। বাঁকুড়া জেলা পরিষদের ৫৬ আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৫৫ আসন। BJP পেয়েছে মাত্র একটি আসন। সোমবার বাঁকুড়া তৃণমূল ভবনে জেলা তৃণমূল সভাপতি সভাধিপতি ও সহ সভাধিপতির নাম ঘোষণা করেন। তৃণমূলের জয়ী ২৬ জন মহিলা সদস্যার মধ্যে কে বসবেন জেলা সভাধিপতির পদে তা নিয়ে জোর চর্চাও শুরু হয়েছিল। ২৬ জনের মধ্যে অনেকেই ছিলেন সভাধিপতির দৌড়ে।

Trinamool Congress : জেলা পরিষদের পদাধিকারী ঠিক করছেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব
তালডাংরা থেকে নির্বাচিত তৃণমূলের অনসূয়া রায়ের নাম জেলা পরিষদের সভাধিপতি হিসেবে নাম ঘোষণা করেন জেলার নেতারা। আর সহ সভাধিপতি হন ছাতনা থেকে নির্বাচিত পরিতোষ কিস্কু। এদিনই বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন নির্বাচিত জেলা পরিষদের সদস্য ও সদস্যারা।

WB Panchayat Board Formation : কংগ্রেসের টিকিটে জিতে তৃণমূলে গিয়ে উপপ্রধান পদ, ফের হাত শিবিরে প্রত্যাবর্তন প্রার্থীর
৫৬ জন নির্বাচিত সদস্যের মধ্যে ৫৪ জন হাজির ছিলেন। প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব সামলে এবার সভাধিপতির দায়িত্ব পেয়ে খুশি নবনির্বাচিত সভাধিপতি অনসূয়া রায়। সকলকে নিয়ে বাঁকুড়া জেলার উন্নয়ন মূল লক্ষ্য থাকবে বলেই দাবি করেন তিনি। জেলা পরিষদের সভাধিপতি হিসেবে দলের তরফে অনসূয়া রায়ের নাম ঘোষণা হতেই বাঁকুড়া শহরের সতীঘাট সংলগ্ন হনুমান মন্দির ও তারা মায়ের মন্দিরে পুজো দিলেন তিনি। সোমবার সকালে তিনি ওই মন্দিরে যান তিনি।

Sukanta Majumdar JP Nadda : নজরে লোকসভা নির্বাচন! নাড্ডার সঙ্গে সাক্ষাৎকারে কী আলোচনা সুকান্তর?
একই সঙ্গে বাঁকুড়া জেলা পরিষদের সহ সভাধিপতি হিসেবে ছাতনার পরিতোষ কিস্কুর নাম মনোনীত হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, অনসূয়া রায় ইতিপূর্বে তালডাংরার ফুলমতি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। পরে ২০১৮ সালে তিনি তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পান।
সদ্য পঞ্চায়েত নির্বাচনে ২৮ নম্বর আসন থেকে লড়াই করে ১৩ হাজার ৬৭৯ ভোটে জয়ী হন। প্রথম প্রতিক্রিয়ায় অনসূয়া রায় এদিন বলেন, ‘বিগত ১০ বছর যেভাবে মানুষের জন্য কাজ করেছি, আগামী পাঁচ বছরও যেন সেভাবেই মানুষের জন্য কাজ করতে পারি’।

Bankura News : BJP-র টিকিটে জয়লাভ, বাঁকুড়ায় বোর্ড গঠনের আগে তৃণমূলে যোগ প্রার্থীর
মানুষের জন্য কাজ করে এখন মানুষের মনে জায়গা করে নেওয়াই তাঁর মূল লক্ষ্য বলে তিনি জানান। তিনি আরও বলেন, ‘২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই জেলার অনেক উন্নতি হয়েছে। যেটুকু বাকি আছে, তা আমি আমার এই ৫ বছর সময়ের মধ্যে শেষ করতে চাই’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *