BJP West Bengal : বঙ্গ বিজেপিতে ‘দালালরাজ’, টাকায় বিক্রি সভাপতি পদ! মারাত্মক অভিযোগ মথুরাপুরের কর্মীদের – bjp workers from mathurapur demonstrate protest near salt lake bjp party headquarter


বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি নবেন্দু নস্করকে সরানোর দাবি জানিয়ে ফের উত্তেজনা। সল্টলেকে বিজেপির সদর পার্টি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে মথুরাপুরের বিজেপির কর্মী সমর্থকরা। গত মঙ্গলবার, ৮ অগস্ট একই দাবিতে উত্তপ্ত হয়েছিল বিজেপির সদর দফতর। এদিন ফের একই দাবিতে বিজেপি কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন দক্ষিণ ২৪ পরগনার বিজেপির নেতাকর্মীরা।

Paschim Medinipur : BJP-র জেলা সভাপতিকে সরানোর দাবি, সদর কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দলীয় কর্মীদের
বিক্ষোভরত বিজেপি নেতাকর্মীদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে কুলপি ব্লকে রামনগর গাজিপুর থেকে পঞ্চায়েত সমিতিতে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল নবেন্দু নস্কর। বিজেপি প্রার্থী অরুণ নস্করকে হারানোর জন্য তিনি নির্দেল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন এমনই অভিযোগ বিজেপি কর্মীদের। সেই তাঁকেই সাংগঠনিক জেলা বিজেপি সভাপতির দায়িত্ব দেওয়ায় ক্ষুব্ধ বিজেপি কর্মীরা। তাঁর সঙ্গে তৃণমূলের ‘সেটিং’ আছে বলে অভিযোগ বিক্ষোভরত বিজেপি নেতাকর্মীদের।

এরই প্রতিবাদে সোমবার সল্টলেকে বিজেপি সদর পার্টি অফিসে বিক্ষোভ দেখায় কর্মীরা। এদিন তাঁরা বিজেপির সল্টলেক পার্টি অফিসের ভেতরে বসে বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি, বিজেপির কিছু নেতাকে টাকা দিয়ে নবেন্দু সভাপতির পদ পেয়েছেন। তাঁকে সভাপতি পদ থেকে না সরানো হলে আরও বড় আন্দোলনে নামার দাবি করেছেন বিক্ষোভরত বিজেপি কর্মীরা।

BJP West Bengal : নাড্ডার বৈঠকে অনুপস্থিত কেন? এই সময় ডিজিটালের প্রশ্নে মেজাজ হারালেন BJP সাংসদ
এদিন বিক্ষোভরত বিজেপি কর্মী-সমর্থকদের গলায় ছিল ‘নবেন্দু হঠাও জেলা বাঁচাও’ পোস্টার। কোনওভাবেই যে তাঁরা মথুরাপুর বিজেপি সভাপতিকে মেনে নেবেন না, সেকথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তাঁরা। উল্লেখ্য, গত ৮ই অগাস্ট তাঁরা একই দাবি নিয়ে জমায়েত হয়েছিল বিজেপির সল্টলেক পার্টি অফিসে। সেদিন নতুন দায়িত্ব পাওয়া জেলা বিজেপি সভাপতি নবেন্দু নস্করের কুশপুতুল পোড়ানো হয়।

এদিন বিজেপির সদর দফতরে অবস্থান বিক্ষোভে বসা এক বিজেপি কর্মী এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের একটাই দাবি, নবেন্দু নস্করকে সভাপতি পদ থেকে সরাতে হবে। তৃণমূলের থেকে টাকা নিয়ে বিজেপি প্রার্থীকে হারানোর জন্য উনি ভোটে দাঁড়িয়েছিলেন কিন্তু পারেনি। আমরা কোনওভাবেই নবেন্দুকে জেলা সভাপতি হিসেবে মানব না। মঙ্গলবারের বিক্ষোভের পর রাজ্য নেতারা সভাপতি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা করা হয়নি। রাজ্যের কয়েকটা নেতা আর দালালকে টাকা দিয়ে সভাপতি হয়েছে। তাঁকে সরানো না হলে আগামী দিনে আরও বড় আন্দোলন হবে।’

West Bengal Panchayat : ১৯ লাখে ‘ডিল’, TMC-র সমর্থনে পঞ্চায়েত বোর্ড গঠন BJP-র! শুভেন্দুর জেলায় হইচই
উল্লেখ্য, রাজ্য সফর সেরে কালই বাংলা ছেড়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কেন্দ্রীয় সভাপতির যাওয়ার ঠিক পরে বিজেপির সদর দফতরে এই বিক্ষোভ নিঃসন্দেহে গেরুয়া শিবিরের অস্বস্তি আরও বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *