পাশাপাশি সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার জেলার কুশমন্ডি ৩ নম্বর আসন থেকে এবার জয়ী হন। বোর্ড গঠন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র সহ জেলা প্রশাসনিক কর্তারা। সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচনের পর এদিন জেলা পরিষদ প্রাঙ্গণে মঞ্চ করে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। জেলা উন্নয়নে জোর দেওয়া হবে বলে জানান নবনির্বাচিত সভাধিপতি। চিন্তামণি বিহা বলেন, ‘আগেও জেলা পরিষদে কাজ করেছি। তবে এবার দায়িত্ব অনেক বাড়ল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রকল্পগুলির পরিষেবা উপভোক্তাদের কাছে যাতে সঠিকভাবে পৌঁছয় তা নিশ্চিত করতে সকলকে নিয়ে কাজ করব। স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা ঘাটের মতো বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হবে’।
দায়িত্বভার নিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ করার কথা জানিয়েছেন সহ সভাধিপতিও। আরও বলেন, ‘গ্রামাঞ্চলগুলিতে আরও বেশি বেশি করে কাজ করার আছে। প্রখর গ্রীষ্মের সময় এবার গ্রামের মানুষরা তীব্র জলকষ্টে ভুগছেন। দায়িত্ব নিয়ে আগে সেইসব সমস্যা দূর করতে চাই’। পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, ‘নিঃসন্দেহে আজ এক অন্যতম আনন্দের দিন। আমরা এবার জেলা পরিষদে সবকটি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। এই কারণে জয়ী প্রত্যেক সদস্যকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
এবারের জেলা পরিষদ মানুষের স্বার্থে দিনভর কাজ করবে। সরকারের কল্যানমূলক প্রকল্পগুলি যাতে আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে যায় সেই খেয়াল রাখবে। ২০১১ সালের পর থেকে জেলায় ঢালাও উন্নয়ন হয়েছে। তবে যেটুকু বাকি আছে, চেষ্টা করা হবে যাতে খুব তাড়াতাড়ি সেসব ফাঁকও পূরণ হয়ে যায়’।