Jadavpur University News : ৬ পড়ুয়াকে থানায় তলব, যাদবপুরের ছাত্র মৃত্যুকাণ্ডে নজরে আরও এক ‘সিনিয়র’ – kolkata police summon six more jadavpur university students for the probe of ragging case


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই এক প্রাক্তনী ও দুই পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। পডু়য়া মৃত্যুর ঘটনায় প্রথম থেকে র‌্যাগিংয়ের অভিযোগ করেছে পরিবার। পুলিশি তদন্তেও ক্রমশ জোরাল হচ্ছে র‌্যাগিংয়ের তত্ত্ব। এর মধ্যে প়ড়ুয়ার মৃত্যুর ঘটনায় আরও ৬ ছাত্রকে তলব করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে তদন্তের স্বার্থে এখনও ওই পডুয়াদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

বাংলা প্রথম বর্ষের পড়ুয়া রহস্যমৃত্যুর পর উদ্ধার ইংরেজিতে লেখা একটি চিঠি উদ্ধার ঘিরে তোলপাড় পড়ে যায়। পুলিশি তদন্তে জানা গিয়েছে, জোর করে মৃত পড়ুয়াকে দিয়েই লেখানো হয়েছিল ওই চিঠি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের ভিতরেই ঘটে এই ঘটনা। চিঠি লেখানোর সময় ধৃত সৌরভ, দীপশেখর, মনোতোষসহ আরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। একাধিক ব্যক্তিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের পর তাঁদের হদিশ পেয়েছে পুলিশ। সেই কারণেই তাঁদের তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।

Jadavpur University Ragging Case : ‘র‌্যাগিং’-এর ভিডিয়ো ভাইরালের হুমকি, মোবাইলে পৃথক ফোল্ডার! সৌরভের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য
পুলিশ সূত্রে খবর, সৌরভ ছাড়াও তদন্তে আরও এক প্রাক্তনীর নাম উঠে এসেছে। বুধবারের ঘটনায় তাঁর ঠিক কী ভূমিকা ছিল, তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ওই প্রাক্তনী সৌরভের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। সে ইতিমধ্যেই ভিনরাজ্যে গা ঢাকা দিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাসআউট হয়ে যাওয়ার পর এই প্রাক্তনী ওই হস্টেলে কীভাবে ছিলেন? তিনি সৌরভের মতো হস্টেলে থাকতেন কি না, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

Jadavpur University News : যাদবপুরের পড়ুয়ার রহস্যমৃত্যুতে গ্রেফতার আরও ২
উল্লেখ্য, বুধবার রাত ১০টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যাল মেইন হস্টেলে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে চমকে ওঠেন পড়ুয়ারা। বাইরে বেরিয়ে আসতেনই রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় বাংলা প্রথম বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার হয়। তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু এই এই ঘটনার কথা চাউর হতেই রীতিমতো তোলপাড় শুরু হয় গোটা রাজ্যে।

Jadavpur University : হস্টেলের বাপই শেষ কথা বলে! জুনিয়ররা যেন প্রজা
মৃত ছাত্রের বাবা রামপ্রসাদ কুণ্ডু যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরীর নাম ছিল। অভিযোগের ভিত্তি খুন ও সম্মিলিত অপরাধের ধারায় মামলা রুজু করে পুলিশ। প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয় সৌরভকে। রবিবার সকালের গ্রেফতার হন মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্ত নামে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের দুই পড়ুয়া। তবে কীভাবে পাশ করে যাওয়ার পরও দিনের পর দিন প্রাক্তনীরা বিশ্ববিদ্যালয়ে থাকতেন, সেই নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। আগামী দিনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নিয়ে কোনও কঠোর পদক্ষেপ নেয় কি না, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *