JU Ragging: ব়্যাগিং বিরোধী নির্দেশিকা না মানার অভিযোগ, যাদবপুরের পড়ুয়ায় মৃত্যুতে জনস্বার্থ মামলা হাইকোর্টে – pil filed on jadavpur university student death case at calcutta high court


Calcutta High Court: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের বাংলা অনার্সের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে এবার জল গড়াল কলকাতা হাইকোর্টে। প্রথম বর্ষের ওই ছাত্রের মৃত্যুতে র‌্যাগিংয়ের জোরালো অভিযোগ সামনে এসেছে। এর জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অ্যান্টি-র‌্যাগিং নির্দেশিকা না মানার অভিযোগ। সোমবার বিশ্ববিদ্যালয় গুলিতে র‌্যাগিং বিরোধী নির্দেশিকা মানা হচ্ছে কিনা সেই বিষয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী। মামলা দায়েরের অনুমতি কলকাতা হাইকোর্টের। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।
Jadavpur University News: যাদবপুরে কীভাবে চলত ‘ব়্যাগিং’? মুখ খুললেন স্বপ্নদীপের সহপাঠী

গত বুধবার রাতে রক্তাক্ত অবস্থায় যাদবপুরের মেন হস্টেলের ক্যাম্পাস থেকে উদ্ধার করা হয় প্রথম বর্ষের এক ছাত্রকে। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ওই ছাত্রের এমন পরিণতির পিছনে উঠে আসে নৃশংস র‌্যাগিং তত্ত্ব। এরপরই যাদবপুর কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠে আঙুল। এদিন কোর্টে আবেদনে বলা হয়, আর কে রাঘবনের রিপোর্ট অনুযায়ী প্রতি বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্রদের র‌্যাগিং নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক বিশ্ববিদ্যালয় গুলি। এই বিষয়ে UGC উপযুক্ত ব্যবস্থা নিক বলে আদালতের সামনে করা হয়েছে আবেদন।
Visva Bharati University: ‘স্বপ্ন নিয়ে পড়তে এসেছিলাম…শারীরিক-মানসিক নির্যাতন আমায় শেষ করে দিয়েছে’, বিশ্বভারতীর পড়ুয়ার পোস্টে চাঞ্চল্য

দেশের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয় থেকে অভিযোগ ও কিছু হৃদয় বিদারক ঘটনার পর ২০১৭ সালে ক্যাম্পাসে র‌্যাগিং ঠেকাতে কিছু নির্দেশিকা জারি হয়। বিশ্ববিদ্যালয়ে জুনিয়দের উপর সিনিয়রদের র‌্যাগিং, অমানুষিক অত্যাচার ঠেকাতে প্রাক্তন সিবিআই ডিরেক্টর আর কে রাঘবনের নামে একটি র‌্যাগিং-বিরোধী কমিটি গঠন করা হয়েছিল। ক্যাম্পাসে র‌্যাগিংয়ের প্রবণতা একেবারে সমূলে উৎখাত করতে সেই কমিটি একাধিক নির্দেশিকা জারি করেছিল। নজরদারির অভাবে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তা না মানার অভিযোগ। বিশেষত প্রথম বর্ষের বাংলা অনার্সের পড়ুয়ার মৃত্যুর পর উঠে এসেছে ক্যাম্পাসের সুরক্ষা ব্যবস্থার একাধিক ফাঁকফোকর।
Jadavpur University Ragging Case : ‘র‌্যাগিং’-এর ভিডিয়ো ভাইরালের হুমকি, মোবাইলে পৃথক ফোল্ডার! সৌরভের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য

র‌্যাগিং বিরোধী নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে প্রথম বর্ষের পড়ুয়াদের অর্থাৎ জুনিয়র ও সিনিয়রদের আলাদা হস্টেলে রাখতে হবে। JU-এর এই পড়ুয়ার মৃত্যুতে দেখা যায় সে আবাসিক না হয়েও সিনিয়র পড়ুয়াদের সঙ্গে একই হস্টেলে থাকছিলেন। একইসঙ্গে হস্টেলে সিসিটিভি না থাকায় সেদিন হস্টেলে কী হয়েছিল তা জানা সম্ভব হচ্ছে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *