JU Student Death : যাদবপুরের মৃত ছাত্রের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন, ছেলের কাজ সারলেন বাবা – ju student swapnadeep kundu funeral done by his father at nadia


যাদবপুরের মৃত ছাত্রের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হল। সোমবার নদিয়ায় তার বাড়তেই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। অন্তোষ্টিক্রিয়ায় বসেন মৃত ছাত্রের বাবা। বৈষ্ণব মতে সমস্ত কাজ সম্পন্ন করা হয়। জানা গিয়েছে, নির্দিষ্ট বিধান মেনে ৪ দিনের মাথায় করা হল এই কাজ। নবদ্বীপের মায়াপুর গৌড়ীয় মঠ থেকে ভক্তিপ্রসাদ মন মহারাজ মৃত ছাত্রের শ্রাদ্ধ প্রক্রিয়া সম্পন্ন করতে সেখানে যান। ইতিমধ্যেই আচার অনুষ্ঠানের মাধ্যমে মৃত ছাত্রের বাবা তাঁর সন্তানের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করেছেন বগুলা কলেজ পাড়ার বাড়িতে। শ্রাদ্ধানুষ্ঠানের পাশাপাশি গীতাপাঠেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পরিবার পরিজন ও পাড়া প্রতিবেশীরা।

দিন কয়েক আগে রহস্যজনকভাবে মৃত্যু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওই ছাত্রের। উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। তড়িঘড়ি কেপিসি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। সেই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা ক্যাম্পাসে। ব়্যাগিংয়ের জেরেই এই ঘটনা বলে অভিযোগ তোলা হয় মৃতের পরিবারের পক্ষ থেকে। তদন্তে নেমে এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরী, অর্থনীতির দ্বিতীয় বর্ষের পড়ুয়া দীপশেখর দত্ত ও সোশিওলজির দ্বিতীয় বর্ষের পডুয়া মনতোষ ঘোষ।

Jadavpur University News : যাদবপুরের পড়ুয়ার রহস্যমৃত্যুতে গ্রেফতার আরও ২
এদিকে মেইন হস্টেলে মৃতের ঘর থেকে পুলিশ ২টি ডায়েরি উদ্ধার করেছে। সূত্রের খবর, তার মধ্যে একটি ডায়েরির উপর লেখা রয়েছে মৃত ছাত্রের নাম। সেই ডায়েরির পাতায় ডিনের উদ্দেশে ইংরেজিতে লেখা একটি চিঠিও পাওয়া গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগেরই এক ছাত্র তাঁকে হস্টেল সম্পর্কে ‘ভয় দেখিয়েছে’ বলেও দাবি করা হয়েছে ওই চিঠিতে। যদিও পুলিশ মনে করছে, ওই চিঠি মৃত ছাত্রের লেখা নয়। তাহলে প্রশ্ন কে লিখল ওই চিঠি? সেক্ষেত্রে চিঠিটি কার লেখা তা জানতে ফরেন্সিক বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে পুলিশ। মৃত ছাত্রের হাতের লেখার নমুনাও সংগ্রহ করা হচ্ছে। তবে ডায়েরিটি যে ওই মৃত ছাত্রের সেই বিষয়ে কার্যত নিশ্চিত পুলিশ আধিকারিকরা। কারণ, ডায়েরির অন্যান্য পাতায় সিলেবাস সংক্রান্ত বেশকিছু লেখা পাওয়া গিয়েছে।

Jadavpur University Ragging Case : ‘র‌্যাগিং’-এর ভিডিয়ো ভাইরালের হুমকি, মোবাইলে পৃথক ফোল্ডার! সৌরভের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য
অন্যদিকে ঘটনার তদন্ত প্রসঙ্গে রবিবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, ‘যাদবপুরের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উচ্চপর্যায়ের তদন্ত চলছে। একজন ডিসি পদমর্যাদার আধিকারিক সবসময় তদন্তের তদারকি করছেন। ছাত্রের ময়নাতদন্ত করা হয়েছে, ভিডিওগ্রাফিও করা হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি তদন্ত শেষ হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *