Kolkata News : সুইচ বোর্ডে লোকানো ১৫ কোটির হিরে! ফেলুদার কথা মনে পড়ল আদালতের – kolkata diamond recovery case where court has remembered satyajit ray novel joy baba felunath


৩২ ক্যারেট হিরে নিয়ে লম্বা আইনি লড়াই। গত সপ্তাহে সেই মামলার সমাপ্তি হয় আদালতে। আর সেই মামলা মনে করিয়ে দিল সত্যজিৎ রায়ের গোয়েন্দা চরিত্র ফেলুদাকে এবং জয়বাবা ফেলুনাথের গল্পকে। ঘটনায় যার হিরে তাঁকে আপাতত তা ফেরত দেওয়া হয়েছে। হিরেটির বর্তমান মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

ঘটনার সূত্রপাত ২০০২। সেই সময় হিরের মালিক দক্ষিণ কলকাতার বাসিন্দা প্রণব কুমার রায় সেটির জন্য একজন ভ্যালুয়ারকে খুঁজছিলেন। ওই বছরেরই জুন মাসে ইন্দ্রজিৎ তপাদার নামে এক ব্যক্তি একজন ভ্যালুয়ারকে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছায়। ওই দু’জন যখন হিরেটি দেখছিল, তাদের কাজকর্মে সন্দেহ হয় প্রণববাবুর। তাই তিনি তাদের হাত থেকে হিরেটি ফেরৎ চান। অভিযোগ, ইন্দ্রজিৎ তপাদার বন্দুক বের করে এবং হিরেটি অপর জনকে দিয়ে দেয়। এরপর প্রণববাবু ও ইন্দ্রজিতের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। সেই সময় ইন্দ্রজিতের সঙ্গীও প্রণববাবুর ওপর ঝাঁপিয়ে পড়ে। তারপর তারা সেখান থেকে হিরেটি নিয়ে চম্পট দেয়।

Kolkata Latest News : হরিদেবপুরে মা-কে ধর্ষণ ছেলের, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত
তদন্তে নেমে প্রথমে ইন্দ্রজিত তপাদারের খোঁজ শুরু করে পুলিশ। তদন্তকারীর প্রাথমিকভাবে ভেবেছিলেন হিরেটি ইন্দ্রজিতের বাড়িতে রয়েছে। যদিও তার বাড়িতে সেটি পাওয়া যায়নি। একটা সময় প্রায় হার মানতে বসেছিল পুলিশ। সেই সময়ই সিঁড়ির নিচে মিটার বক্সের পাশে একটি সুইচ বোর্ডের মধ্যে থেকে হিরেটি উদ্ধার করা হয়। সবচেয়ে বড় কথা, বাড়িতে যতবারই তল্লাশি চালান হয়েছে প্রতিবারই ওই সুইচ বোর্ডের পাশ দিয়েই গিয়েছেন তদন্ততকারীরা। কিন্তু কখনওই সেটির দিকে তাঁদের নজর পড়েনি। পরে সেটি সিঁড়ির নিচে ওই স্যুইচ বোর্ড থেকে উদ্ধার করা হয়।

Dakshin 24 Pargana Khabar : নাবালিকাদের পর্ন ভিডিয়ো দেখিয়ে চলত যৌন সম্পর্ক, গ্রেফতার গুণধর
যে ভাবে হিরেটি উদ্ধার করা হয়েছে, তা জয়বাবা ফেলুনাথের কথা স্মরণ করিয়ে দিয়েছে আদালতকে। হিরেটি প্রণব কুমার রায়কে এই শর্তেই রাখতে দেওয়া হয়েছে যে তিনি সেটির চরিত্রগত কোনও পরিবর্তন করতে পারবেন না। আদালতে প্রণববাবুকে ২ কোটি টাকার বন্ডও দিতে হয়। আদালত এই ঘটনায় ইন্দ্রজিৎ তপাদারকে দোষী সাব্যস্ত করে ২ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন ইন্দ্রজিত তপাদারের আইনজীবী। এই বিষয়ে হিরে বিশেষজ্ঞ শুভদীপ রায় জানান, এটি খুবই বিরল এবং প্রিমিয়াম হিরে। প্রসঙ্গত, সত্যজিৎ রায়ের জয়বাবা ফেলুনাথে বহু মূল্যবান সামগ্রীটি দেবী দুর্গার বাহন সিংহের মুখের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *