Mamata Banerjee Kanyashree : ‘লুকিয়ে খাওয়ার অভ্যাস আমাদের ছিল না,’ অনশন নিয়ে কাদের বিঁধলেন মমতা? – mamata banerjee comment about her hunger strike during singur movement on kanyashree day program


‘লুকিয়ে লুকিয়ে খাওয়াদাওয়া করা আমাদের অভ্যাস ছিল না, এখন যে ভাবে করা হয়,’ কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখাকালীন সময় সিঙ্গুর আন্দোলনের সময় নিজের অনশন প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই মন্তব্যের মধ্যে দিয়ে ঠিক কাদের নিশানা করলেন মমতা, তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে আগমীকাল স্বাধীনতা দিবস। তার আগে এদিন স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকার কথা ফের একবার স্মরণ করালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলা থেকেই স্বাধীনতার লড়াই হয়েছিল। কোনওদিন আন্দামান-নিকোবরের সেলুলার জেলে গেলে দেখতে পাবেন, সেখানে ৯০ শতাংশ নামই বাংলার, বাকি পঞ্জাবি। তাই কেউ যেন বাংলাকে চমক দেখাতে না পারে। বাংলাকে আমারই চমক দেখাব উন্নয়নের মাধ্যমে।’

এদিন কন্যাশ্রীর সাফল্য নিয়েও বেশকিছু কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কন্যাশী একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডের নাম গোটা বিশ্বের বুকে স্বর্ণাক্ষরে লেখা আছে। আমার বিশ্বাস একদিন এটা ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে হবে।’ কন্যাশ্রীর লোগোটাও যে তাঁর তৈরি সেকথাও এদিন জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জানান, কন্যাশ্রীর গানটির কথা ও সুরও তাঁরই তৈরি। মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে বিদ্যায়লয় স্তরে অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত দেওয়া হয় কন্যাশ্রী ১। একাদশ ও দ্বাদশ স্তরে রয়েছে কন্যাশ্রী ২ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দেওয়া হল কন্যাশ্রী ৩। এছাড়া ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Kanyashree Scheme : কমেছে স্কুলছুটের হার, কন্যাশ্রীর প্রকল্পে খরচ কত কোটি?
এদিন মেয়েদের আরও বেশি করে এগিয়ে যাওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে উল্লেখ করেন, মেয়েদের উন্নয়নের জন্য কন্যাশ্রী ছাড়াও রয়েছে সবুজসাথী, রূপশ্রীর মতো প্রকল্পও। এদিন কন্যাশ্রী প্রকল্পে ভাল কাজ করার জন্য বিভিন্ন জেলার নোডাল অফিসারদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এছাড়ও বাল্য বিবাহ রোধ, খেলাধূলা-সহ বিশেষ বিশেষ ক্ষেত্রে সাফল্য জন্যও পুরষ্কৃত করা হয় আরও কয়েকজনকে।

Kanyashree Divas : কন্যাশ্রীর ব্যানারে বালুরঘাটের দুই কন্যা
প্রসঙ্গত, ২০১১ সালে ক্ষমতায় আসার পর বাংলার মেয়েদের উন্নয়নে ২০১৩ সালের অক্টোবর মাসে কন্যাশ্রী প্রকল্প শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই এই প্রকল্প পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। ২০১৭ সালে রাষ্ট্রসংঘ কন্যাশ্রী প্রকল্পকে স্বীকৃতি জানিয়ে প্রথম পুরস্কারে ভূষিত করে। দেখতে এক দশক কাটিয়ে ফেলল এই প্রকল্প। ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রী। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *