Shiva Temple : শ্রাবনের শেষ সোমে কোলাঘাটে শিবভক্তদের সমাগম, কোলাঘাটে ভিড় উপচে পড়ছে – on the last monday of the month of shravan kolaghat is crowded with shiva devotees


হিন্দুশাস্ত্র মতে, শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম। হিন্দুমতে, দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসেই শিব বিশেষভাবে পূজিত হন। নিয়ম অনুযায়ী, ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত ও উপবাস পালন করে থাকেন। আজ ১৪ই অগাস্ট সোমবার হচ্ছে শ্রাবন মাসের শেষ সোমবার। দেশের বিভিন্ন প্রান্তে শৈব তীর্থের সঙ্গে রূপনারায়ণের পাড়ে কোলাঘাট গৌরাঙ্গ ঘাটে বজ্রেশ্বর শিব মন্দিরে এবং পূণ্য গঙ্গাস্নানে হাজার হাজার ভক্ত মানুষের সমাগম ঘটে। ভোর রাত থেকেই দূরদূরান্তের সঙ্গে কাছেপিঠের গ্রামগুলো থেকে মানুষজন আসতে শুরু করেন।

Rujira Banerjee: তারকেশ্বরের পর এবার ভূতনাথ, শ্রাবণ সোমবারে শিব বন্দনা অভিষেক পত্নী রুজিরার
সবাই পূণ্য স্নান সেরে গৌরাঙ্গ ঘাটে শিবলিঙ্গে জল ঢালেন এবং পূজার্চনা ও অঞ্জলী নিবেদন করেন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে। এরপর রূপনারায়ণ থেকে জল তুলে বাঁক কাঁধে যে যার গন্তব্যে রওনা দেন। বাদ্যবাজনা সহকারে আগত ভক্তদের মধ্যে মহিলাদের ভিড় এবং উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

Tarakeswar Mandir Shravani Mela: শ্রাবণী মেলা উপলক্ষে পুণ্যার্থীর ঢল, তারকেশ্বরে রেলের রেকর্ড লাভ
গৌরাঙ্গ ঘাট কর্তৃপক্ষ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে সংকেত ক্লাবের পক্ষে বিশ্বনাথ দাস বলেন, ‘অন্যান্য বারের তুলনায় এবারের ভিড় ছিল অনেক বেশি। আমরা নদীতে নজরদারি নিরাপত্তা, যাত্রীদের জন্য শৌচালয়, পানীয় জল, রাস্তায় যানযট যাতে না হয় তার জন্য সাধ্যমতো পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি’।

Sawan 2023: শ্রাবণে এই ৫ জিনিস দান করুন, কেটে যাবে রাহু-কেতুর অশুভ দশা! ঝলমল করবে সৌভাগ্য
পৌরাণিক কাহিনি অনুযায়ী, শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্রে উত্থিত হলাহল বিষ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন। বিষের প্রভাবে মহাদেবের কন্ঠ নীল হয়ে ওঠে। এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গাজল ঢালতে থাকেন। সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গাজল প্রদান করা হয়। আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা। এই বিষয়ে এক ভক্ত বলেন, ‘আজ ভোর ৪টে তে ঘুম থেকে উঠে এসেছি।

Shivratri Upay: শ্রাবণ শিবরাত্রিতে এই কাজ অবশ্যই করুন, জেগে উঠবে আপনার ঘুমন্ত ভাগ্য
শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেবের মাথায় জল ঢালতে পারা এক বড় আশীর্বাদ’। শ্রাবণ মাসে শিবের পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। সনাতন ধর্মে শ্রাবণ মাসকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। এই পবিত্র মাসে ভগবান শঙ্করের আরাধনা করলে তাঁর কৃপা পাওয়া যায়। শ্রাবণ মাসের সোমবার অর্ধনারীশ্বর রূপে মহাদেবের আরাধনা করলে শিবভক্তদের সকল ইচ্ছা পূরণ হয়। এটি পুরুষোত্তম মাসের শেষ সোমবারও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *