Siliguri Tourism : পুজোর আগেই শিলিগুড়ির যানজট বাই বাই – municipality initiative to control traffic jams in siliguri during the tourist season to solve the problem of tourists


এই সময়, শিলিগুড়ি: শহর থেকে বাইরে বার হতে, কিংবা শিলিগুড়ি শহরে ঢুকতে নাকাল পরিস্থিতি নিত্যদিনের ঘটনা। পর্যটন মরশুমে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের অভিজ্ঞতাও তিক্ত। এনজেপি থেকে পাহাড়ে পৌঁছনোর পথে শিলিগুড়িতেই ট্রাফিক জ্যামে কেটে যায় ঘণ্টাখানেক। গত এক দশকে শিলিগুড়ির এই অভিজ্ঞতা কাটতে চলেছে পুজোর আগেই। মিটতে চলেছে ট্রাফিক জ্যাম। এসজেডিএ এবং এনবিএসটিসিকে সঙ্গে নিয়ে শহরের যানজট সমস্যার সমাধানে নেমেছে পুরসভা। মূলত তিনটি পর্যায়ে এই কাজ হবে।

Dharmatala Bus Stand : ধর্মতলায় যাত্রী নামিয়েই ঘুরে আসবে লোকাল বাস
প্রথম পর্যায়ে পুজোর আগেই শিলিগুড়ির লোকাল বাসস্ট্যান্ড এবং শিলিগুড়ি তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে সমস্ত যাত্রীবাহী বাস সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ির তিনবাতি মোড়ে এলাকায় প্রায় সওয়া কোটি টাকা ব্যয়ে এনবিএসটিসি নয়া বাসস্ট্যান্ড তৈরির কাজ শুরু হয়েছে। সেখান থেকে প্রতিদিন শিলিগুড়ির কাছারি রোডের ২৩টি বেসরকারি বাস চলাচল করবে। তার সঙ্গে তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের কিছু উত্তরবঙ্গে রাষ্ট্রীয় পরিবহণ নিগমেরও বাসও তিনবাত্তি বাসস্ট্যান্ড থেকে চালানো হবে।

Siliguri News : কলকাতার ধাঁচে এবার শিলিগুড়িতে ফোন কলে ‘টক টু চেয়ারম্যান’, নম্বরটা জেনে নিন
দ্বিতীয় পর্যায়ে মাটিগাড়ার পরিবহণ নগরীতেও শিলিগুড়ি জংশন এলাকার সমস্ত দূরপাল্লার বাস বেসরকারি বাস সরানোর পরিকল্পনা হয়েছে। পরিবহণ নগরীতে এখন একটি ট্রাক টার্মিনাস রয়েছে। মূলত দূরপাল্লার সমস্ত ট্রাক এখানে দাঁড়ায়। এই ট্রাক টার্মিনাসটি শহরের বাইরে সরিয়ে নেওয়া হবে। এই দুটি পরিকল্পনা কার্যকর হলে শহরের যানজট অনেকটা কমবে বলে মনে করছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। গত জুন মাসে রাজ্যের পরিবহণ মন্ত্রীর সঙ্গে এই বিষয়ে শিলিগুড়িতে বৈঠক করেন মেয়র, তিনি বলেন, ‘শহরকে যানজট মুক্ত করতে যথাযথ পদক্ষেপ করা হচ্ছে। বিশ্বকর্মা পুজোর আগেই তিনবাত্তি মোড়ের বাসস্ট্যান্ডটি চালু করার চেষ্টা চলছে।’

শহরের ভিতরে তিনটে বাসস্ট্যান্ড, পঞ্চাশটির বেশি জিপস্ট্যান্ড, অজস্র টোটো এবং চার চাকার যাত্রীবাহী ছোট গাড়ি মিলিয়ে এক নাজেহাল পরিস্থিতি শিলিগুড়ির হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোড এবং স্টেশন ফিডার রোডে। তার উপরে বাসালন সেতু থেকে সালুগাড়া পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কে সম্প্রসারণের কাজও শুরু হয়েছে। প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে মাটিগাড়ার বালাসন সেতু লাগোয়া এলাকা থেকে বেঙ্গল সাফারি পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়ক চার লেনের হচ্ছে।

Kolkata Metro Work: ঝড়ের বেগে চলছে মেট্রোর কাজ, ট্রাফিক সচল রাখতে যান নিয়ন্ত্রণ চিনার পার্ক-টেকনোপলিসে
এই রাস্তা তৈরির জেরেও আগামী কয়েকমাস যানজট থাকবে বলে মনে করছেন মেয়র। এই পরিস্থিতিতে তৃতীয় পরিকল্পনাটি হল, শিলিগুড়ির জলপাই মোড় থেকে পঞ্চম মহানন্দা সেতু হয়ে মাটিগাড়ার সঙ্গে নতুন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। এ জন্য জমি অধিগ্রহণ এবং রাস্তা সম্প্রসারণ দরকার। এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, ‘পঞ্চম মহানন্দা সেতু হয়ে মাটিগাড়া পর্যন্ত নয়া রাস্তা তৈরির কাজটি এসজেডিএ করবে। এখন শহরের ভিতরে বাসস্ট্যান্ড রয়েছে শিলিগুড়ি স্টেশন লাগোয়া কাছারি রোডে এবং শিলিগুড়ি জংশন লাগোয়া তেনজিং নোরগে বাস টার্মিনাসে। নয়া পরিকল্পনায় একটি বাসস্ট্যান্ড হবে তিনবাত্তি মোড়ে। অন্যটি মাটিগাড়ার পরিবহণ নগরের ট্রাক টার্মিনাসে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *