Visva Bharati University: ‘স্বপ্ন নিয়ে পড়তে এসেছিলাম…শারীরিক-মানসিক নির্যাতন আমায় শেষ করে দিয়েছে’, বিশ্বভারতীর পড়ুয়ার পোস্টে চাঞ্চল্য – visva bharati university sangit bhavana student complain about mental and physical harassments by professors


যাদবপুরের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ও র‌্যাগিংয়ের অভিযোগের মাঝেই এবার কেন্দ্রীয় সরকার পরিচালনাধীন বিশ্বভারতী বিদ্যালয় বিতর্কের কেন্দ্রে। বিশ্বভারতীর এক আবাসিক ছাত্রীর সোশ্যাল পোস্টে শোরগোল। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপকের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার বলে অভিযোগ করেছেন এক ছাত্রী। ফেসবুকে ভি বি কনফেশন্স নামে বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের তৈরি এক পেজে নিজের সঙ্গে হওয়া অমানসিক নির্যাতনের অভিযোগ সেখানে জানিয়েছেন এক ছাত্রী। যদিও এই অভিযোগের সত্যতা এই সময় ডিজিটাল যাচাই করেনি, তবে এই পোস্টে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Jadavpur University News: যাদবপুরে কীভাবে চলত ‘ব়্যাগিং’? মুখ খুললেন স্বপ্নদীপের সহপাঠী

ফেসবুকের ভি বি কনফেশন্স নামের ওই পেজটি পড়ুয়ারা নিজেদের মধ্যে হাসি মস্করার জন্যই বানিয়েছেন। এই গ্রুপে পরিচয় গোপন রেখে নিজেদের মনে কথা বলেন। বেশিরভাগই থাকে হাসি মস্করা বা প্রেমের স্বীকারোক্তি। কিন্তু ১১ অগাস্টের একটি পোস্টে। তাতে বিশ্বভারতীর সংগীত ভবনের স্নাতকোত্তরের প্রথম বর্ষের এক ছাত্রী তাঁর নিদারুণ যন্ত্রণার কথা লিখেছেন। পোস্টটিতে লেখা, প্রিয়,
শান্তিনিকেতন, এখানে পড়তে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আর টিকতে পারছি না। শারীরিক আর মানসিক দু’দিক দিয়েই শিকার হয়ে যাচ্ছি। ভয়ে মুখ খুলতে পারি না, আজকে বাধ্য হয়ে এখানেই লিখলাম। গ্র্যাজুয়েশনের সেকেন্ড ইয়ার থেকে শারীরিক ভাবে কয়েকজন পশুর ন্যায় শিক্ষকের শিকার আমি। কোনওদিন বলতে পারিনি আজকে বলতে বাধ্য হলাম কারণ আর পারছি না। শান্তিনিকেতনে পড়তে আসা আর বিশ্বভারতীতে পড়া আমার জীবনে যেন এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বেশি দিন হয়তো টিকতে পারব না, মা বাবা আর আমার এক ভাই আছে। এখনও যে বেঁচে আছি, শুধু তাঁদের জন্যই কিন্তু এই শারীরিক নির্যাতন আমায় শেষ করে দিয়েছে।’
Burdwan University : যাদবপুরে ছাত্রমৃত্যুর পরেও হুঁশ নেই বর্ধমানের হস্টেলে, আজ বিশ্ববিদ্যালয়ে জরুরি বৈঠক

বিশ্বভারতীর পড়ুয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টে অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও বিশ্ববিদ্যালয়ে বা পুলিশে এই প্রতিবেদন পাবলিশ হওয়া পর্যন্ত কোনও অভিযোগ নথিবদ্ধ হয়নি। সম্প্রতি একছাত্রীকে এই একইভাবে মানসিক শারীরিক শোষণের অভিযোগে বিশ্বভারতীর বিনয় ভবনের অধ্যাপক রাজর্ষি রায় গ্রেফতার হন। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন গবেষিকা এক ছাত্রী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও কেলেঙ্কারির অভিযোগ। তিন বছরেরও বেশি সময় শারীরিক-মানসিক অত্যাচারের অভিযোগ।

JU Student Death Case: কী হয়েছিল ওই দিন সন্ধেয়? মুখ খুললেন স্বপ্নদীপের ‘প্রত্যক্ষদর্শী’ সহপাঠী

Visva Bharati University : জমি বিতর্কে অমর্ত্য সেনের পক্ষে পোস্ট! সাসপেন্ড পড়ুয়া!

তবে উল্লেখ্য, অভিযুক্ত অধ্যাপক ৪৭ দিন জেল হেফাজতে থাকার পর জামিনে মুক্ত হন। কিন্তু অভিযুক্তের কোনও ব্যবস্থা নেয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। গবেষিকা ছাত্রী প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেই অভিযোগ জানিয়েছিলেন। তারা কোনও ব্যবস্থা না নেওয়ায় তখন শান্তিনিকেতন থানার দ্বারস্থ হন ওই ছাত্রী। সংগীত ভবনের আর এক অধ্যাপকের বিরুদ্ধেও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। সংগীত ভবনের প্রাক্তন ছাত্রী পুলিশে অভিযোগ দায়ের করতেই পলাতক ওই অধ্যাপক। সেই বিষয়টি ঠান্ডা হওয়ার আগেই আবারও সংগীত ভবনে ছাত্রীর মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ সামনে আসায় বিশ্বভারতীর পরিবেশ নিয়ে উদ্বিগ্ন পড়ুয়া থেকে অভিভাবকেরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *