WB Panchayat Board : বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গঠন তৃণমূলের, করণদিঘিতে বিধায়কের স্ত্রী হলেন নতুন সভাধিপতি – trinamool member gautam pal wife pampa pal was elected unopposed as the new chairperson of the zilla parishad board in karandighi


অবশেষে সমস্ত জল্পনার অবসান। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে সোমবার উত্তর দিনাজপুর জেলা পরিষদের বোর্ড গঠন পর্ব সম্পন্ন হল। নতুন সভাধিপতি নির্বাচিত হলেন করণদিঘি থেকে জয়ী তৃণমূল সদস্য তথা বিধায়ক গৌতম পালের স্ত্রী পম্পা পাল। অপরদিকে সহকারী সভাধিপতি নির্বচিত হলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর ভাই গোলাম রসুল। ২৬ আসন বিশিষ্ট উত্তর দিনাজপুর জেলা পরিষদে ২৩ জন তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলেন। বাকি ৩ টি আসন পেয়েছিল কংগ্রেস। যদিও খাতা খুলতে পারেনি BJP। ভোটের ফলাফল বেরোনোর পর জেলা পরিষদের সর্ব্বোচ্চ পদে কে বসবেন তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা।

Sukanta Majumdar JP Nadda : নজরে লোকসভা নির্বাচন! নাড্ডার সঙ্গে সাক্ষাৎকারে কী আলোচনা সুকান্তর?
অনেকগুলো নাম উঠে আসছিল। যদিও সেই দৌড়ে এগিয়ে ছিলেন পম্পা পাল। শেষমেশ তাঁর নামেই পড়ল সিলমোহর। সোমবার প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচন সম্পন্ন হয়। নাম ঘোষণার পর সংবর্ধনার জোয়ারে ভাসেন সভাধিপতি ও সহকারী সভাধিপতি।

CPIM West Bengal: এক দশক পর উড়ল লাল আবির, কেশবচকে পঞ্চায়েত বোর্ড গঠন CPIM-এর
নিজেদের নির্দিষ্ট কক্ষে চেয়ারে বসেন তাঁরা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রথমেই মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় সহ সকল স্তরের নেতাদের ধন্যবাদ জানান সভাধিপতি পম্পা পাল। তিনি বলেন, ‘মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নে জোয়ার পৌছে গিয়েছে প্রতিটি ঘরে। একাধিক প্রকল্প রয়েছে রাজ্য সরকারের। সেই সব প্রকল্প গুলিকে মানুষের কাছে আরও সহজ ভাবে পৌছে দেব আমি। গ্রামীন এলাকার উন্নয়নই আমার প্রধান লক্ষ্য’। সকলে মিলিত ভাবে মানুষের কাজ করার বার্তা দেন নব নির্বাচিত সভাধিপতি।

WB Panchayat Board : বোর্ড গঠন ঘিরে উত্তেজনা ছড়াল রায়গঞ্জে, পঞ্চায়েতের কার্যালয় ঘেরাও গ্রামবাসীদের
এদিন বোর্ড গঠন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ জেলার প্রত্যেক বিধায়ক। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বলেন, ‘দলের নির্দেশ মেনেই সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচন হয়েছে।

Panchayat Board Formation 2023: ব্যালট খেয়েছিলেন মহাদেব, এবার আস্ত সার্টিফিকেট গেল তৃণমূলের সোনা-এর পেটে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই বোর্ড গঠন করা হয়েছে’। তৃণমূল পরিচালিত এই বোর্ড আগামী সময়ে আরও উন্নয়ন করবে বলে আশাবাদী জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তিনি আরও বলেন, ‘পঞ্চায়েত ভোটের অনেক আগে থেকেই বিরোধীরা ব্যাপক কুৎসা করেছিল তৃণমূল কংগ্রেসকে নিয়ে।

WB Panchayat Board Formation : কংগ্রেসের টিকিটে জিতে তৃণমূলে গিয়ে উপপ্রধান পদ, ফের হাত শিবিরে প্রত্যাবর্তন প্রার্থীর
জেলা যাতে সবসময় অশান্ত থাকে সেই চেষ্টা করেছিল তাঁরা। সেটা করতে গিয়ে আজ তাঁরা জেলা থেকেই মুছে গেল। কংগ্রেস টিমটিম করে জ্বলছে, আর BJP বামেদের মানুষ জেলা থেকেই মুছে দিলেন’। পঞ্চায়েত ভোটে তৃণমূলের এই ব্যাপক জয়ের প্রভাব আসন্ন লোকসভা ভোটে পড়বে বলে তিনি জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *