ইউরোপ যেতে ফের বিদেশমন্ত্রকে চিঠি মুখ্যমন্ত্রীর… CM Mamata Banerjee seeks permission from external affairs ministry for europe tour


সুতপা সেন: বিদেশে যেতে চান মুখ্যমন্ত্রী। ইউরোপে যাওয়ার অনুমতি চেয়ে ফের চিঠি দিলেন বিদেশমন্ত্রকে। এর আগে, মমতা বন্দ্য়োপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি কেন্দ্র।

আরও পড়ুন: স্বপ্নদীপের পরিবারের সঙ্গে দেখা করতে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল

হাতে আর বেশ সময় নেই। চলতি বছরের নভেম্বরেই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। নবান্ন সূত্রে খবর, সেই সম্মেলনকে সামনে রেখে স্পেনে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী। লক্ষ্য, এ রাজ্য়ে বিনিয়োগ আনা। দুবাই হয়ে স্পেনে যাওয়ার পরিকল্পনা করেছেন মমতা।

এর আগে, রোমে বিশ্ব শান্তি বৈঠকে আমন্ত্রণ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। চিঠির শুরুতেই সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য মমতা বন্দ্য়োপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছিলেন রোমের Community of Sant’Egidio এর সভাপতি প্রফেসর মার্কো ইমপ্যাগলিয়াজো। কিন্তু সেবার বাংলার মুখ্যমন্ত্রীকে বিদেশ সফরের অনুমতি দেয়নি বিদেশমন্ত্রক। কেন? বলা হয়েছিল, ‘মুখ্যমন্ত্রীর পদের সঙ্গে অনুষ্ঠান সঙ্গতিপূর্ণ নয়’। 

আরও পড়ুন: JU Student Death: স্বপ্নদীপের মৃত্যুর পেছনে র‌্যাগিং! প্রাথমিক তদন্তে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

নবান্ন সূত্রে খবর, বিদেশমন্ত্রকের অনুমতি পাওয়ার পরই মুখ্য়মন্ত্রীর বিদেশ সফরের সূচি চূড়ান্ত করা হবে। ব্যক্তিগতভাবে গেলে আলাদা ব্যাপার। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে বিদেশে যেতে গেলে নিয়ম অনুযায়ী বিদেশমন্ত্রকের অনুমতি নিতে হয়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *