জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ফরম্যাটে খেলার পাট চুকিয়ে, ভারতীয় দল উড়ে গেল ‘পান্না দ্বীপে’। এবার মিশন আয়ারল্যান্ডে (India’s Tour Of Ireland)। তিনটি টি-২০ ম্যাচই হবে মালাহাইডে। ডাবলিনের উপকণ্ঠে ১৮ অগস্ট থেকে ২৩ অগস্ট পর্যন্ত চলবে কুড়ি ওভারের ফরম্যাটে দুই দলের ব্যাট-বলের ব্যাটল। জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) নেতৃত্বে খেলবেন ভারতের একঝাঁক তরুণ ক্রিকেটার। মঙ্গলবার অর্থাৎ ১৫ অগস্ট বুমরা ব্রিগেডের ছবি শেয়ার করেছে বিসিসিআই। ছবিতে দেখা যাচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণাকে (Prasidh Krishna)। ভারতীয় দলের এই জোরে বোলার বুমরার মতোই চোটের জন্য দীর্ঘদিন ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। প্রসিদ্ধও রিহ্যাব করিয়ে একদম ফিট। হাসি মুখে ধরা দিয়েছেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। যিনি এই সিরিজে বুমরার ডেপুটি। এশিয়াডে (Asian Games 2023) আবার চেন্নাই সুপার কিংসের স্টার ব্যাটারের নেতৃত্বেই খেলবে টিম ইন্ডিয়া। বিমানের বিজনেস ক্লাসে রিল্যাক্স মুডে দেখা গেল মারকুটে ব্যাটার শিবম দুবে (Shivam Dube) ও রিঙ্কু সিংকে (Rinku Singh)। কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে আইপিএলে (IPL) ফুল ফুটিয়ে, রিঙ্কুর জাতীয় দলের দরজা খুলে গিয়েছে।
আরও পড়ুন: Sri Lanka: মাথায় আকাশ ভেঙে পড়ল দ্বীপরাষ্ট্রের! কাপযুদ্ধের আগেই অবসর নক্ষত্র ক্রিকেটারের
আয়ারল্য়ান্ড সিরিজে ভারতের কোচ রাহুল দ্রাবিড় নন। এমনকী জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণও নন! রাহুল সহ-নিয়মিত দলের সাপোর্ট স্টাফদের বিশ্রাম দিয়েছে বোর্ড। অন্যদিকে লক্ষ্মণের হাতে রয়েছে গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট। তিনি এনসিএ-তে তরুণতুর্কীদের নিয়ে করবেন শিবির! বেঙ্গালুরুতেই ভীষণ ব্য়স্ততায় কাটবে সময়। তাহলে প্রশ্ন বুমরাদের হেডস্যর কে বা কারা হবেন? এই নিয়েই চলছিল দীর্ঘ জল্পনা। অবশেষে বিসিসিআই বেছে নিয়েছে সেই নাম। ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ সীতাংশু কোটাক, যিনি এই মুহূর্তে ইন্ডিয়া এ টিমের হেড কোচ। তিনিই যাবেন আয়ারল্যান্ডে। তাঁকে সঙ্গ দেবেন সাইরাজ বাহুতুলে। তিনি হচ্ছেন বোলিং কোচ।
দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ, ও তার আগে এশিয়া কাপে ফেরার জন্য পুরো তৈরি বুমরা। আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁকে অধিনায়ক হিসেবে বেছে নিয়ে, সেই বার্তাই দিয়েছে বিসিসিআই ও অজিত আগরকরের জাতীয় নির্বাচক কমিটি। চোট-আঘাত জনিত অস্ত্রোপচারের পর বুমরার টানা রিহ্যাব হয়েছে। কোনও প্রতিযোগিতা মূলক ম্যাচ না খেললেও, প্রস্তুতি ম্যাচ খেলেছেন ভারতীয় পেসার। আর তাই হয়তো আগামী কয়েক মাসে একাধিক কঠিন ম্যাচের কথা মাথায় রেখে বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্য কুমার যাদব, মহম্মদ শামি, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহালদের মতো তারকাদের বিশ্রাম দিয়ে বুমরা-র নেতৃত্বে একেবারে তরুণ দল আয়ারল্যান্ড উড়ে যাবে। গতবছর হার্দিক পাণ্ডিয়া অ্যান্ড কোং দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল। ডাবলিনের দ্য ভিলেজে হার্দিকরা আইরিশদের হোয়াইটওয়াশ করেছিল। প্রথম টি-২০ ভারত সাত উইকেটে জিতেছিল। দ্বিতীয় টি-২০ ভারত জিতেছিল চার রানে। ১২ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার আয়ারল্যান্ডে যাচ্ছে ভারত।
আরও পড়ুন: Team India: তিন ঐতিহাসিক লজ্জা, মাথা হেঁট হার্দিকদের, অপ্রত্যাশিত বললেও কম!
আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে ১৫ সদস্যের ভারতীয় দল- জসপ্রীত বুমরা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), জিতেশ শর্মা (উইকেট কিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, মুকেশ কুমার ও আবেশ খান।