যাদবপুর কাণ্ডে নয়া মোড়! কে লিখেছিল রহস্যময় চিঠি? তদন্তে চাঞ্চল্যকর তথ্য


Jadavpur University Student Death-এর ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই দুজন কলেজ পড়ুয়া এবং একজন প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে দীপশেখর দত্তকে জিজ্ঞাসাবাদ করে রহস্যময় চিঠি নিয়ে উঠে আসছে নানা তথ্য। সেই চিঠি দীপশেখর দত্ত লিখেছিল কিনা তার একটা সম্ভাবনা বেরিয়ে আসছে পুলিশি জেরায়।

Jadavpur University News : যাদবপুরে আসছে না UGC-র প্রতিনিধি দল! বিশ্ববিদ্যালয়ের দাবি ঘিরে চর্চা
চিঠি দীপশেখর লিখেছিলেন বলে দাবি করেছেন তাঁর মা। সেই চিঠি মৃত্যুর আগে যাদবপুরের নির্যাতিত পড়ুয়াকে দিয়ে সই করানো হয়েছিল বলে দাবি করা হচ্ছে। চিঠি-রহস্যে চাঞ্চল্যকর দাবি করলেন অভিযুক্তের মা। তবে চিঠি সে একা লিখেছিল নাকি সঙ্গে অন্য কেউ ছিল? তা জানার জন্য চেষ্টা করছে পুলিশ।

Jadavpur University Ragging : স্বপ্নভঙ্গের ক্ষত নিয়েই ক্লাস শুরু যাদবপুরের বাংলা বিভাগে
ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক রাঁধুনির বয়ানে উঠে এসেছে ভয়ঙ্কর দাবি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্ররা জুনিয়রদের উপর র‌্যাগিং করা হতো বলে জানায় সেই রাঁধুনি। এমনকি কথা না শুনলে হস্টেলের বারান্দার রেলিংএর উপর দিয়ে হাঁটানো হত বলেও দাবি করেছেন তিনি। যত তদন্ত এগোচ্ছে র‌্যাগিং এর তত্ত্ব আরও জোরালো হচ্ছে।

Jadavpur University News : যাদবপুরে পৃথক হস্টেল পেতে চলেছে ফ্রেশাররা, তিন দিনে সব হস্টেল থেকে সরতে হবে প্রাক্তনীদের
ঠিক কী হয়েছিল সেই রাতে? সে সম্বন্ধে বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কীভাবে মৃত্যু ছাত্রের? সে সম্বন্ধে জানতে চাওয়া হচ্ছে। হস্টেলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। র‌্যাগিং এর ভিডিয়ো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ভিডিয়ো সামনে এলেই এই ঘটনার সত্যতা আরও পরিষ্কার হবে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউজিসি প্রতিনিধি দল আসছে না বলে জানান হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত জানান,
আগামীকাল যাদবপুরে আসছে না UGC-র প্রতিনিধিদল। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর দাবি করেন পড়ুয়া মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট পেয়ে সন্তুষ্ট হয়েছে ইউজিসি। সেই কারণেই তাঁরা আসছেন না বলে জানিয়েছেন।

JU Student Ragging Case : ‘আমরাও হোস্টেলে ছিলাম, এমন তো হতো না’ যাদবপুরে প্রাক্তনীরা

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি ক্যামেরা নিয়েও তৈরি হয়েছে নানা বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ জায়গাতেই সিসিটিভি নেই বলেই দাবি করা হচ্ছে। কয়েকটি জায়গায় ছিল, তাও আবার খুলে নেওয়া হয়েছে বলে অনেকে দাবি। হাতে গোনা যে কটা আছে, তা নাকি বিকল বলছেন অনেকেই। প্রশ্ন উঠছে, এতবড় শিক্ষা প্রতিষ্ঠানে একশো শতাংশ সিসিটিভি থাকার কথা থাকলেও কেন ব্যবস্থা করা হয়নি তা নিয়ে উঠছে প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *