আয়োজক সংস্থা ‘কাইটসে’র তরফে জানানো হয়েছে, বছরের বিভিন্ন সময় জেলার নানান প্রান্তে এই ধরনের শিবিরের আয়োজন করা হয়ে থাকে। এদিনের স্বাস্থ্য শিবিরে চক্ষু, মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। চিকিৎসদের দেখাতে রোগীদের ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। উপস্থিত প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে বলে ওই সংস্থার তরফে জানানো হয়েছে।
‘কাইটসে’র এই উদ্যোগে খুশি কান্দারডিহি এলাকার মানুষ। এমনকী সিমলিপাল ব্লকের বিডিও এই উদ্যোগের প্রশংসা করেছেন। সিমলাপালের বিএমওএইচ ডাঃ রামাশিস টুডু এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘স্বাধীনতা দিবসের দিন প্রত্যন্ত এলাকায় এই ধরনের ক্যাম্প করার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এই ধরনের ক্যাম্প আয়োজন হওয়ায় আমি খুবই খুশি। এই ধরনের ক্যাম্প যদি আগামী দিনে আরও অনুষ্ঠিত হয়, তবে এখানকার মানুষ খুবই উপকৃত হবে। উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাই।’
উদ্যোক্তদের তরফে চিকিৎসক সৈকত বসু বলেন, ‘আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিনের পুরনো। অনেকদিন ধরেই মানুষের কল্যাণে এই ধরনে উদ্যোগ গ্রহণ করা হয় সংস্থার তরফে। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ছাত্র ও চিকিৎসকরা মিলে এই সংগঠন তৈরি করেছি। প্রত্যেক বছরই এই ধরনের ক্যাম্প আয়োজন করা করা হবে। চিকিৎসার পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়ের কাজও এখানে চলছে। এর পাশাপাশি ব্লাড সুগার ও ব্লাড প্রেশার মাপা কাজও চলছে।’
এই ক্যাম্পে চিকিৎসা করাতে আসা এক ব্যক্তি বলেন, ‘এটা নিঃসন্দেহে খুবই ভালো উদ্যোগ। বিনামূল্যে এখানে বেশ কিছু বিশেষজ্ঞ চিকিৎসকরা মানুষের চিকিৎসা করছেন। রক্তপরীক্ষাও করা হচ্ছে। এই ধরনের উদ্যোগ নিশ্চয়ই প্রশংসার যোগ্য। আগামী দিনেও এই ধরনে ক্যাম্প হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।’