Howrah Amritsar Mail : স্লিপার কোচে টিকিট পরীক্ষা করছে কে? TT-র পরিচয় ফাঁস হতেই হাওড়া-অমৃতসর মেলে হইচই – howrah amritsar mail fake ticket checker arrested from bardhaman area by rpf


এবার গ্রেফতার ভুয়ো টিকিট পরীক্ষক। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বর্ধমানে। রবিবার রাতে হাওড়া-অমৃতসর মেলের স্লিপার কোচ থেকে এক নকল টিকিট পরীক্ষককে গ্রেফতার করে আরপিএফ। পরে তাকে জিআরপির হাতে তুলে দেওয়া হয় আরপিএফের তরফে। বর্ধমান আরপিএফ পোস্টের সাব-ইনসপেক্টর আকাঙ্খা আচার্যর অভিযোগের ভিত্তিতে ভুয়ো পরিচয়ে টিকিট পরীক্ষা করার জন্য ধৃতের বিরুদ্ধে প্রতারণার ধারায় মামলা রুজু করে বর্ধমান জিআরপি।

বর্ধমান জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মনোজিৎ গোস্বামী। তার বাড়ি বিহারের জামুই জেলার ঝাঝায় । ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান জিআরপি থানা। তদন্তের প্রয়োজনে ধৃতকে ২ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতকে হেফাজতের রাখার মঞ্জুর করেন বিচারক।

Fake CBI Officer : ‘আমি CBI অফিসার, টিকিট লাগবে কেন?’, নৈহাটিতে RPF-এর জালে গুণধর
জিআরপি সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে আপ হাওড়া-অমৃতসর মেলের এস-৪ স্লিপার কোচে সাদা পোশাকে টিকিট পরীক্ষা করছিল মনোজিৎ। তার টাইয়ের কাছে ভুয়ো টিকিট পরীক্ষকের পরিচয়পত্র ঝোলানো ছিল। ট্রেনটি বেলমুড়ি স্টেশন পৌঁছালে ট্রেনে কর্তব্যরত আরপিএফের সন্দেহ হয়। তারা মনোজিৎকে আটকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে সে নকল পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করে নেয়। তার কাছ থেকে একটি ট্যাব ও মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। টিকিট পরীক্ষকের নকল পরিচয় পত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

Howrah News : হাওড়ার স্টেশনের ছিনতাইচক্রের ৩ পান্ডা গ্রেফতার সোনারপুরে, দৈনিক ৭০০ টাকা মজুরিতে চলত মাল ডেলিভারি
অন্যদিকে সোমবার উত্তর ২৪ পরগনায় টিটির হাতে ধরা পড়ে এক ভুয়ো সিবিআই অফিসার। নৈহাটি স্টেশনে ট্রেন থেকে নামার পর ওই ব্যক্তির থেকে টিকিট চান টিটি। নিজেকে সিবিআই অফিসার বলে দাবি করে টিটির উপর হম্বিতম্বি শুরু করে ওই ব্যক্তি। পকেট থেকে ভুয়ো পরিচয়পত্র বের করে ক্রমাগত চলতে থাকে হুমকি। কিছুক্ষণের মধ্যেই জানা যায় ওই ব্যক্তি ভুয়ো সিবিআই অফিসার।

Durand Cup 2023 Tickets : ডার্বির টিকিট নিয়ে ব্যাপক অসন্তোষ, মাঠে না যাওয়ার হুমকি ইস্টবেঙ্গল কর্তাদের
খবর চাউর হতে ঘটনাস্থলে এসে উপস্থিত হন রেল পুলিশের কর্মীরা। ওই ব্যক্তিকে আটক করে আরপিএফ। সে কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কি না এবং কী কারণে সিবিআই অফিসারের ভুয়ো পরিচয়পত্র বহন করছিল তা খোঁজখবর নিতে শুরু করে রেল পুলিশ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম ব্রজ গোপাল পাল। তার থেকে সিবিআইয়ের ভুয়ো পরিচয়পত্র, আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার করা হয়। তাকে নিজেদেরে হেফাজতে নেয় আরপিএফ। পরে তাঁকে জিআরপির হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *