Indian 2 | Kamal Hassan: প্রকাশ্যে এল ইন্ডিয়ান ২ এর পোস্টার, দক্ষিণী এই সুপারস্টারকে দেখে কী বলল নেটপাড়া!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বাধীনতা দিবসে প্রকাশ্যে এল ইন্ডিয়ান ২ ছবিতে কমল হাসানের নতুন পোস্টার। ওই পোস্টার প্রকাশ করে তাঁর ফ্য়ানদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক শঙ্কর সন্মুগম। পোস্টারে কমল হাসানের মেকআপের প্রশংসা করেছে নেটপাড়া।

আরও পড়ুন-স্বপ্নদীপের মৃত্যুর পেছনে র‌্যাগিং! প্রাথমিক তদন্তে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

বরাবরও কমল হাসানের মেকআপ চমকে দেয় তাঁর ফ্যানদের। এবার ইন্ডিয়ান ২ ছবির কমল হাসানকে দেখা যাচ্ছে খাকি ইউনিফর্মে। বুকে ভারতীয় জাতীয় পতাকাখচিত ব্যাজ। মাথায় টুপি। বয়সের ভারে মুখের চামড়ায় ভাঁজ পড়েছে। তারপরেও শক্তপোক্ত মুখ। চাহনি তীক্ষ্ম। পেছনে দেখা যাচ্ছে জাতীয় পতাকার রঙের বেলুন।

খুবই সাদামাটা অথচ নজরকাড়া ওই পোস্টারের প্রসংশা করেছেন নেটিজেনরা। এক ফ্যান লিখেছেন, দেশজুড়ে ফের এক ব্লক ব্লাস্টার আসছে। অন্য একজন লিখেছেন, একেবারে পারফেক্ট। খুব বড়কিছু আসতে চলেছে।

১৯৯৬ সালের ছবি ইন্ডিয়ান ছবির সিক্যুয়েল ইন্ডিয়ান ২। পরিচালনা করছেন শঙ্কর সন্মুগম। এই ছবিতেও ‘সেনাপতি’-র ভূমিকায় কমল হাসান। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নামা এক বৃদ্ধ স্বাধীনাতা সংগ্রামীর ভূমিকায় অভিনয় করছেন কমল হাসান। ছবিতে রয়েছেন রকুলপ্রতী সিং, কাজল আগরওয়াল, নয়নতারা। কবে ছবিটি মুক্তি পাচ্ছে তা এখনও জানা যায়নি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *