Suvendu Adhikari News : ‘আমি নিজে সাফারার…’, NRC-CAA ইস্যুতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর – suvendu adhikari bjp leader says citizenship amendment act will be implemented soon


স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফের NRC ইস্যুতে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রত্যেক দেশেরই নাগরিকপঞ্জি রয়েছে, আমাদেরও হওয়া উচিত। সোমবার হুগলিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন বিরোধী দলনেতা। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কয়েকমাসের মধ্যেই গোটা দেশে পুরোদমে সিএএ চালু হবে এবং ধর্মীয় কারণে অন্যদেশ থেকে আসা শরণার্থীরা সুবিধা পাবেন।

Suvendu Adhikari : বিজেপির কোর কমিটির বৈঠকে থাকলেন না শুভেন্দু
সোমবার সন্ধ্যায় চুঁচুড়ার পিপুলপাতিতে ভারত মাতার পুজোয় আসেন শুভেন্দু । সেখানে স্বামী বিবেকানন্দর ছবিতে মাল্যদান ও ভারত মাতার পুজো দেন তিনি। ‘NRC আটকে দিয়েছি। অভিন্ন দেওয়ানি বিধিও আটকে দেব’, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পালটা বিরোধী দলনেতা বলেন, ‘প্রত্যেক দেশেরই নাগরিক পঞ্জি রয়েছে। আমাদের দেশেরও নাগরিকপঞ্জি হওয়া উচিত। তবে কখন হবে, কী ভাবে হবে তা ঠিক করবেন দেশের প্রধানমন্ত্রী ও ভারত সরকার।’

Suvendu Adhikari : ‘লালগড়ের রাস্তাটাও খুঁজে পাননি, আমি চিনিয়েছি…’, মমতাকে মনে করালেন শুভেন্দু
নিজের পরিবারের প্রসঙ্গ টেনে শুভেন্দু আরও বলেন, ‘CAA সঙ্গে NRC র কোনও সম্পর্ক নেই। সিএএ হল ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যে উদ্বাস্তুরা শরণার্থী হয়ে আমাদের দেশে এসেছে তাদেরকে সম নাগরিকত্ব দেওয়া। সিএএ আইন পাশ হয়েছে আগামী কয়েক মাসের মধ্যে তা কার্যকর হতে চলেছে। আমি নিজে সাফারার। আমার মা বরিশালের। আমার দাদু দেশভাগের সময় জমিজমা ছেড়ে এক কাপড়ে ছেলে মেয়েদের নিয়ে চলে আসতে বাধ্য হয়েছেন। চন্দননগরে চলে এসে জুটমিলে ম্যানেজারি করেছেন। এরকম যাঁরা আছেন তাঁদের সহ নাগরিকত্ব দেওয়া হবে।’

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধতে ছাড়েননি বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, ‘, তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আমার অভিযোগ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে রাখা হয়েছে কেন? চিটফান্ড সংস্থার মালিকদের সঙ্গে উনি বৈঠ করেছেন। তাঁরা ওঁর আঁকা ছবি কিনেছেন। এত প্রমাণ থাকা সত্ত্বেও কিসের জন্য ইডি-সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে রেখেছে এ প্রশ্ন করতে চাই। এজেন্সি ডাকলেই তাঁর পরিবারের লোকেরা তদন্তে বাধা দিচ্ছেন কেন? বারবার আদালতে ছুটে যাচ্ছেন কেন? কোনও কিছুর সঙ্গে যু্ক্ত না থাকলে তদন্তের মুখোমুখি হওয়া উচিত।’

INDIA Alliance : ইন্ডিয়া জোটের নামকরণ কার? জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
শুভেন্দুর কথা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাঁদের মতে ফের একবার রাজ্যে NRC–CAA নিয়ে তরজায় জড়াতে পারে শাসক বিরোধী দু’পক্ষই। সোমবার শুভেন্দুর সঙ্গে উপস্থিত ছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এছাড়াও বিজেপির কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *