WB Panchayat Board : তাড়া খেয়ে বিডিও অফিসে পুলিশ – a picture of unrest emerged in several districts around the formation of the panchayat samiti board


এই সময়: পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন নিয়ে ঝামেলায় তাড়া খেয়ে বিডিও অফিসে আশ্রয় নিল পুলিশ। খানাকুল-২ ব্লকের ঘটনা। পুলিশ দলীয়কর্মীদের উপর লাঠিচার্জ করেছে অভিযোগ তুলে তাণ্ডব চালায় বিজেপি। পুলিশকর্মীরা ভয়ে সামনের বিডিও অফিসে ঢুকে পড়েন। এর পর পুলিশের দু’টি গাড়ি ও বাইকের উপর সব রোষ গিয়ে পড়ে হামলাকারীদের। সে সব ভাঙচুর করা হয়। বিজেপির পাল্টা দাবি, পুলিশ মহিলা বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করায় ক্ষিপ্ত জনতাই ভাঙচুর চালিয়েছে। এর সঙ্গে বিজেপির কেউ জড়িত নেই। এ দিন ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

WB Panchayat Board : হঠাৎ নিরুদ্দেশ শাসক-সদস্যই! নয়া জটিলতা ব্যারাকপুরের শিউলিতে
সোমবার আরামবাগ মহকুমার খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড দখল করে বিজেপি। তাই সকাল থেকেই পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে বিজেপির প্রচুর কর্মী ও সমর্থক হাজির ছিলেন। বোর্ড গঠনের সময়ে তৃণমূলের সদস্যরা অফিসে ঢুকতে গেলে বিজেপির লোকজন বাধা দেয় বলে অভিযোগ। সেই সময় পুলিশকর্মীরা বোর্ড গঠনের জন্য তৃণমূল সদস্যদের অফিসে ঢোকান। এতেই ক্ষিপ্ত হয়ে বিজেপির লোকজন ও মহিলারা পুলিশের উপর চড়াও হয় বলে অভিযোগ।

WB Panchayat Election : তৃণমূলের বোর্ড গঠনে বাধা খোদ TMC বিধায়ক! নামল পুলিশ, বেগমপুরে ধুন্ধুমার
তৃণমূলকর্মীদের কেন অফিসে ঢুকতে দেওয়া হবে, এ নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয়। পরে তা থেকেই প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সেই সময় পুলিশ উত্তেজিত বিজেপি কর্মীদের হঠাতে লাঠিচার্জ করে বলে অভিযোগ। বিজেপির দাবি, সিভিক ভলান্টিয়ারদের লাঠির ঘায়ে আহত হয়েছেন দলের মহিলা কর্মীরা। এর পর বিজেপি কর্মীরাও পুলিশের দিকে তেড়ে যান। পালিয়ে বিডিও অফিসে আশ্রয় নিতে দেখা যায় পুলিশকর্মীদের। এর পরই পুলিশের দু’টি গাড়ি পুরোপুরি ভেঙে দেওয়া হয়। ভাঙচুর হয় দু’টি বাইকও। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। নাম না প্রকাশের শর্তে এক পুলিশকর্মী বলেন, ‘ওদের তাড়া খেয়ে সামনে বিডিও অফিসে দেখে সেখানেই ঢুকে পড়ি। তখন ওরা আমাদের গাড়ি-বাইক ভাঙচুর করে।’

WB Panchayat Election : বাম-কংগ্রেস জোটের মিছিল ঘিরে বিশৃঙ্খলা সাগরদিঘিতে, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বাহিনী
এর পরেই খানাকুল থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় আসে। নামানো হয় র‍্যাফ। তারা পরিস্থিতি সামাল দেয়। উত্তেজিত জনতাকে এলাকা থেকে হঠিয়ে দেয় পুলিশ। পরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বোর্ড গঠন করা হয়। বিজেপি নেতা বিশ্বজিত মণ্ডল বলেন, ‘বোর্ড গঠন করছে বিজেপি। তাহলে আর কেন গোলমাল করব? সবাই আনন্দ করতে জড়ো হয়েছিলেন। কিন্তু পুলিশ অহেতুক মহিলাদের উপর লাঠিচার্জ করল। তাই এলাকার মানুষ এর প্রতিবাদে পাল্টা আক্রমণ করে। বিজেপির লোকজন কিছু করেনি।’

WB Panchayat Election : বোর্ড গঠনে বাধা, ফিল্মি কায়দায় ‘হাইজ্যাক’ জয়ী ৪ প্রার্থী! অভিযুক্ত TMC
তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান জয়দেব জানা বলেন, ‘বিজেপির লোকজন তৃণমূলের সদস্যদের ঢুকতে দেয়নি। পুলিশ সুষ্ঠু ভাবে তাদের ঢুকিয়ে দিচ্ছিল। সেখানে বিজেপির লোকজনই গোলমাল করে।’ আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডল বলেন, ‘পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। তৃণমূলের সদস্যদের ঢুকতে দেওয়া হচ্ছিল না। পুলিশ গোলমাল এড়াতে তাদের নিরাপদে ঢুকিয়ে দিয়েছে। তাতেই এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ বিষয়টি দেখছে।’

Calcutta High Court : বোর্ড গঠনের দিনে নন্দীগ্রামের জয়ী BJP প্রার্থীরা পাবেন কেন্দ্রীয় নিরাপত্তা, নির্দেশ আদালতের
অন্য দিকে, খেজুরি ২ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে বিজেপি সমর্থকদের সঙ্গে বচসায় জড়াল পুলিশ। তবে বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি। সোমবার পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের সময় পুলিশ রাস্তার উপর গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করে। অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি যখন গার্ডরেল সরিয়ে ভেতরে ঢুকছিল, তখন বিজেপি সমর্থকরা গাড়ির পিছু পিছু ভিতরে ঢোকার চেষ্টা করে। পুলিশ আটকাতে গেলে বিজেপি সমর্থকদের সঙ্গে ঠেলাঠেলি হয়। সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও পুলিশ বড় ঝামেলা আটকে দিতে সক্ষম হয় এ দিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *