‘ঘটনার সময় ও তো রুমে ছিল…’, দাবি যাদবপুরকাণ্ডে কুলতলি থেকে ধৃত অসিতের মায়ের


বুধবার সকালেই ছয়জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি এলাকার বাসিন্দা যাদবপুরের পড়ুয়া অসিত সরদার। তবে এই ঘটনার সঙ্গে ওই ছাত্র কোনওভাবেই জড়িত নয় বলে জানিয়েছে তার পরিবারের লোকজন।

Jadavpur University News : ফের প্রাক্তনী যোগ! যাদবপুর পড়ুয়ামৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ৬
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার কুলতলী থেকে গ্রেফতার হয় অসিত সরদার। পড়ুয়ার মৃত্যুর পরের দিনই বাড়ি ফেরেন অসিত সরদার। বাড়িতেই মাঝে মধ্যেই আসতেন অসিত। যাদবপুরের সেদিনের ঘটনা নিয়ে বাড়িতে আলোচনাও করেন তিনি। তবে এই ঘটনার সঙ্গে জড়িত বলে তার আচার আচরণে কোনও প্রভাব পড়েনি বলেই জানাচ্ছেন তার পরিবারের সদস্যরা।

Jadavpur University Ragging Case : &amp#39;ঘরের ছেলে&amp#39;-কে খুন! পড়ুয়ামৃত্যুর প্রতিবাদে ট্রেনে যাদবপুর অভিযান বগুলাবাসীর
অসিতের পরিবার সূত্রে খবর, সে বাড়িতে বলে গিয়েছিল থানা থেকে ডেকেছিল। জিজ্ঞাসাবাদের জন্য যাদবপুর থানায় ডাকা হয়। গত কাল সন্ধ্যায় বাড়ি ফেরে সে। এরপর গভীর রাতে পুলিশ এসে অসিতকে গ্রেফতার করে। এই ঘটনার সঙ্গে অসিত কোনওভাবেই যুক্ত না দাবি অসিতের মা সুমিত্রা মণ্ডলের।
অসিতের মা বলেন, ‘আমার ছেলে নির্দোষ। এই ঘটনার সঙ্গে ও যুক্ত নয়। ও বাড়িতে এসেছিল। সবার সঙ্গে কথাবার্তা, গল্প করেই কাটাতো। ওর আচরণে অন্য কোনওরকম বিষয় লক্ষ্য করা যায়নি।’ তাঁর দাবি, ওইদিন কী ঘটনা ঘটেছে সেটা আমাদের বলেছিল। কী দেখেছে সেটাই আমাদের বলেছিল। এর বেশি কিছু নয়।

Jadavpur University Student Death : যাদবপুর কাণ্ডে নয়া মোড়! কে লিখেছিল রহস্যময় চিঠি? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
অসিতের পরিবারের আরেক সদস্য জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয় হস্টেলে থাকত সে। তার তৃতীয় বর্ষের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। এরপর ওই একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ করার পরিকল্পনা করেছিল সে। আগামী দিনে ফের উচ্চতর শিক্ষার জন্য যাদবপুরেই ভর্তি হওয়ার কথা ছিল তার।
সোমবার সকালে যাদবপুর কাণ্ডের ছয় জন ছাত্রকে গ্রেফতার করা হয়। এর মধ্যে তিনজন ছাত্র প্রাক্তনী এবং তিন জন ছাত্র যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বলে জানা গিয়েছে। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরী এবং আরও দুই ছাত্র দীপশেখর ও মনোতোষকে গ্রেফতার করা হয়েছিল।

Jadavpur University Ragging Video : নির্মম! ছেলের শ্রাদ্ধ করছেন বাবা!

তিনজনকেই জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় সঙ্গে যুক্ত আরও কয়েকজন পড়ুয়ার নাম পায় তদন্তকারী আধিকারিকরা। এরপরেই একের পর এক পড়ুয়া ও প্রাক্তনীদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এর মধ্যেই আজ সকালে ছয়জনকে গ্রেফতার করা হয়। এরা হলেন মহম্মদ আরিফ, মহম্মদ আসিফ আজমল, অঙ্কন সর্দার, সপ্তক কামিল্য, সুমন নস্কর এবং অসিত সর্দার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *