Akhil Giri : ‘রাজ্যের বিরোধিতা করা ওঁর অভ্যাস’, বন্দি মুক্তিতে রাজ্যপালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কারামন্ত্রীর – akhil giri has accused the governor of incoherence regarding the release of prisoners on independence day


স্বাধীনতা দিবসে রাজ্যপালের বিরুদ্ধে বন্দি মুক্তি নিয়ে অসযোগিতার অভিযোগ করলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। গতকাল পূর্ব মেদিনীপুরে মন্ত্রী তাঁর নিজের বিধানসভা রামনগরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দি মুক্তি নিয়ে অসহযোগিতা করার জন্য রাজ্যপালের দিকেই অভিযোগের আঙুল তোলেন। এই নিয়ে ফের রাজ্যপালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সোচ্চার হল রাজ্য। অভিযোগ, BJP-র অঙ্গুলি হেলনে রাজ্য সরকারের সঙ্গে অসহযোগিতার নিত্য নতুন নজির তৈরি করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

WB Panchayat Board : পঞ্চায়েত বোর্ড গঠনে BJP প্রার্থীদের ঢুকতে বাধা! প্রতিবাদে তৃণমূল কার্যালয় ভাঙচুর পূর্ব মেদিনীপুরে
বন্দি মুক্তিতেও বাধ সেধেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান, অভিযোগ এমনই। তিনি বন্দি মুক্তি সংক্রান্ত ফাইলে সই না করায় স্বাধীনতা দিবসে প্রথামাফিক বন্দি মুক্তির কর্মসূচি নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলেন কারামন্ত্রী অখিল গিরি। মন্ত্রী বলেছেন, ‘কারাদণ্ডের মেয়াদ, বন্দিদের আচার আচরণ সহ বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে প্রতিবছর স্বাধীনতা দিবসে বিভিন্ন সংশোধনগারের কিছু বন্দিকে মুক্তি দেওয়া হয়। এবারেও সেই মর্মে একটি তালিকা তৈরি করে রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে।

Mamata Banerjee Speech: ‘কালো চশমা পরে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন…’, রাজ্যপাল বোসকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর
তবে এখনও পর্যন্ত রাজ্যপাল ওই ফাইলে সই না করায় প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কারণ এক্ষেত্রে রাজভবনের অনুমতি জরুরি’। সূত্রের খবর, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কিংবা নির্দিষ্ট সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে থেকেই কিছু বন্দিকে শনাক্ত করে বন্দি মুক্তি কমিটি। আচার-আচরণের আমূল পরিবর্তনের পাশাপাশি বন্দিদের একাংশের বয়স, শারীরিক অসুস্থতার বিষয়টিও মানবিকতার সঙ্গে বিচার করা হয়। তারই ভিত্তিতে তালিকা তৈরি করে এবং যে-আদালত সংশ্লিষ্ট বন্দিকে সাজা দিয়েছে, সেখান থেকে অনুমতি মিললে তবেই তার নাম চূড়ান্ত তালিকায় রাখা হয়।

Sukanta Majumdar JP Nadda : নজরে লোকসভা নির্বাচন! নাড্ডার সঙ্গে সাক্ষাৎকারে কী আলোচনা সুকান্তর?
এরপরই সেই তালিকা পাঠানো হয় রাজভবনে। নবান্ন থেকে পাঠানো বন্দিদের সেই তালিকা নিয়ে আপত্তি জানিয়েছেন রাজ্যপাল। সেই কারণেই তিনি ফাইল আটকে রেখেছেন। এর ফলে বন্দিমুক্তির পুরো প্রক্রিয়াটি ঝুলে রয়েছে বলে অভিযোগ। মন্ত্রী অখিল গিরি বলেন, ‘প্রথা মতো আজ বন্দি মুক্তি করা যায়নি। আমরা কয়েকদিনের মধ্যে নির্দিষ্ট প্রথা মেনে বন্দি মুক্তি করব’। সেই সঙ্গে রাজ্যপালকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘সবকিছুতেই রাজ্য সরকারের বিরোধিতা করা ওনার এখন অভ্যেস হয়ে গিয়েছে। আসলে উনি BJP-র কথা মতো চলছেন’।

Bratya Basu : ‘হনুগিরি বন্ধ করতে হবে’, যাদবপুরে মৃত ছাত্রের পরিজনের পাশে বসে তোপ ব্রাত্যর
উল্লেখ্য, এর আগে মন্ত্রী অখিল গিরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছিলেন। যার জেরে তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানউতর। তিনি বলেছিলেন, ‘ভ্যালেন্টাইন্স ডে-তে গোরুকে আঁকড়ে ধরে ভালোবাসতে গিয়েছিলেন মোদী। গোরু ভয় পেয়ে তাঁকে গুতিয়ে দিয়েছে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *