Jadavpur University Ragging : ‘মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে জেলে ঢোকানো হোক!’ যাদবপুরকাণ্ডে বিস্ফোরক শুভেন্দু – suvendu adhikari demanded arrest of mamata banerjee and bratya basu in jadavpur student death case


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনাতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে গ্রেফতারের দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, ‘সারা রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থাকে যে কিরকম জায়গায় নিয়ে গিয়েছে এই সরকার, তা আবার একবার যাদবপুরে ছাত্রের মৃত্যুর ঘটনায় চোখ খুলে দিয়েছে। তাই আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে গ্রেফতার করতে হবে’। সেই সঙ্গে তিনি বলেন, ‘এখন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ আসনে ছাত্র ভর্তি হচ্ছে না। এখন এই সরকারের শিক্ষার প্রয়োজন নেই।

Mamata Banerjee : ‘কয়েকটা আগমার্কা সিপিএম আছে…,’ যাদবপুরকাণ্ডে ‘মার্কসবাদী’দের দুষলেন মমতা
শিক্ষিত হলেও কাজের ব্যবস্থা নেই। সেই কারণে শিক্ষা ব্যবস্থাকে না সাজিয়ে ভোটের জন্য ৫০০, ১০০০ টাকা দিচ্ছে। এখন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবর্তে মদ, গাঁজা, ফেনসিডিল সহ অন্যান্যরা নেশার জিনিসের আঁতুড়ঘর হয়ে উঠেছে। যাদবপুর ঘটনা চাপা দিতেই পুলিশ এখন তদন্তে নেমেছে’। বুধবার তমলুকে বিরোধী দলনেতার কার্যালয়ে জেলা পরিষদের জয়ী সদস্যদের সংবর্ধনা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে আগে জেলে ঢোকানো হোক।

Jadavpur University News : যাদবপুরকাণ্ডে ধৃত আরও ৬ জনের মধ্যে ৩ জনই প্রাক্তনী, বাকিরা কারা? প্রকাশ্যে নাম-পরিচয়
তাঁরাই এই শিক্ষার জায়গাগুলিকে নোংরা করে রেখেছেন। শুধু যাদবপুর না, যে কোনও বিশ্ববিদ্যালয়ে যান, একই দশা দেখতে পাবেন। কোথাও CCTV নেই, কোথাও সুপার নেই। হোস্টেল ও কলেজ চত্বর মদ জুয়া গাঁজার আড্ডা হয়ে দাঁড়িয়েছে। এভাবে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওই ছাত্রটি আত্মবলিদান দিয়ে সবার চোখ খুলে দিয়েছে, তাই এত হইহই হচ্ছে চারিদিকে। নাহলে এগুলি নিয়ে কোনও কথা বার্তা হয় না’।

Jadavpur University News : যাদবপুরে আসছে না UGC-র প্রতিনিধি দল! বিশ্ববিদ্যালয়ের দাবি ঘিরে চর্চা
সেই সঙ্গে রাজ্য সরকার কে তিনি আক্রমণ করে বলেন, ‘ভুয়ো ডকুমেন্টস তৈরি করা হচ্ছে। হাইকোর্টে জমা করা হচ্ছে। কারণ যদি কোর্ট প্রশ্ন করে, তাহলে সরকার বলতে পারবে যে পুলিশ ঢুকতে গিয়েছিল। কিন্তু বাধা দেওয়া হয়েছে’। এছাড়াও তিনি কথা বলেন ‘ইন্ডিয়া’ জোট নিয়েও।

JU Student Death : স্বপ্নদীপের বাবাকে ফোন মুখ্যমন্ত্রীর, ভবিষ্যতের জন্য দিলেন নম্বর সেভ করার পরামর্শ
বলেন, ‘এই জোট বাম কংগ্রেস কর্মীরা কেউই মানবেন না। নীচুতলার কংগ্রেস CPIM কর্মী সমর্থকরা দিল্লির সেটিং মানছে না। আমি গ্রামে-গ্রামে বহু জায়গায় ঘুরি। তাই তাঁদের সমস্ত কথাই শুনতে পাচ্ছি। ভিতরে ভিতরে তাঁরা ক্ষুব্ধ। অনেকেই প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করছেন’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *