Train Cancelled List : রামপুরহাট-চাতরা রুটে তৃতীয় লাইনের কাজের জন্য বাতিল একগুচ্ছ ট্রেন! ব্যাপক দুর্ভোগের আশঙ্কা – many train will be cancelled due to third line set up at rampurhat chatra route


পূর্ব রেলের রামপুরহাট-চাতরা রুটে বসছে তৃতীয় লাইন, আর তার জেরে নিয়ন্ত্রিত ট্রেন চলাচল। এছাড়া একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনকে অন্য রুট দিয়েও চালানো হবে, বুধবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন, পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার।

এদিন হাওড়া স্টেশন সংলগ্ন ডিআরএম অফিসে এক সাংবাদিক বৈঠকে ডিআরএম জানান, আগামী ১৮ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রামপুরহাট-চাতরা লাইনে ২৩ কিলোমিটার রেল পথ নির্মাণের কাজ চলবে। খরচ হবে প্রায় তিনশ কোটি টাকা। মূলত প্রি ইন্টারলকিং কাজ হবে। এর ফলে প্রতিদিন দশ জোড়া দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি একাধিক দূরপাল্লার ট্রেন অন্য রুট দিয়েও চালান হবে। একই সঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হবে। তিনি আরও জানান, দূরপাল্লার ট্রেনের পাশাপাশি ওই সময়ে অনেক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। এক্ষেত্রে নিত্য যাত্রীদের সুবিধার জন্য আজিমগঞ্জ এবং রামপুরহাট স্টেশনের মধ্যে বিভিন্ন সময়ে প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে।

Durgapur News: রোজ রোজ দেরিতে আসে ট্রেন! রাগে পাণ্ডবেশ্বর রেল লাইনে বিক্ষোভ যাত্রীদের
এদিন সঞ্জীব কুমার আরও জানান, এটি উত্তরবঙ্গ তথা উত্তর-পূর্ব ভারতের যাওয়ার গুরুত্বপূর্ণ রুট। এই লাইন বসানোর কাজ সম্পন্ন হলে উত্তরবঙ্গে যাওয়া ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। এছাড়াও এই লাইন দিয়ে বিভিন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আরও সহজে ও বেশি পরিমাণে নিয়ে যাওয়া যাবে। এর ফলে শিল্পের প্রসারের পাশাপাশি পর্যটন শিল্পেরও উন্নতি হবে। কারণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়ে ওই সমস্ত জায়গায় আর্থিক উন্নয়ন দ্রুত সম্ভব হবে।

Vande Bharat: বাংলায় ছুটবে আরও 3টি বন্দে ভারত, দুটি বন্দে মেট্রো! রুট ও ভাড়া নিয়ে বিরাট জল্পনা
অন্যদিকে মেরামতির কাজের কারণে দক্ষিণ পূর্ব শাখায় বাতিল থাকছে প্রচুর দূরপাল্লার ট্রেন। যার ফলে ওই শাখাতেও রয়েছে যাত্রী দুর্ভোগের আশঙ্কা। রেল সূত্রে খবর, রক্ষণাবেক্ষণের কাজ চলছে ইস্টকোস্ট রেলের খুরদা ডিভিশনে। তার জেরেই গোটা মাস ধরে মোট ১২২টি ট্রেন বাতিল করা হয়েছে এই শাখার। পাশাপাশি একগুচ্ছ ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তও করা হচ্ছে। বাতিলের তৈলিকায় মূলত রয়েছে ওড়িশা ও দক্ষিণ ভারতগামী ট্রেন।

Indian Railways: ভারতীয় রেলেই বেড়িয়ে আসুন বিদেশে! আরও দু’দেশে ট্রেন চালাবে রেল
এদিকে রেলের কাজের জেরে মাঝেমধ্যেই সমস্যার পড়তে হচ্ছে মেইন লাইনের যাত্রীদের। তার মধ্যে শিয়ালদা মেইন লাইনে মাঝেমধ্যেই উঠেছে এই ধরণের অভিযোগ। যার নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন না যাত্রীরা। অন্যদিকে প্রতিদিন ট্রেন লেটের প্রতিবাদে কিছুদিন আগে দক্ষিণ পূর্ব রেলের রামরাজাতলায় অবরোধ করেন যাত্রীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *