Trinamool Congress : গোষ্ঠীকোন্দলের জের? দল বিরোধী কাজের অভিযোগে বাঁকুড়ায় বহিষ্কার ২ তৃণমূল নেতা – trinamool congress expels block vice-president and regional president on charges of anti party activities in bankura panchayat board formation


বাঁকুড়া ব্যাপক গোষ্ঠীকোন্দলের জেরে পঞ্চায়েতের বোর্ড গঠনে দল বিরোধী কাজের অভিযোগ তুলে দলের ব্লক সহ সভাপতি ও অঞ্চল সভাপতিকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই বহিষ্কার বলে জানা গিয়েছে। গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে দল বিরোধী কাজের অভিযোগ তুলে ব্লকের সহ সভাপতি এবং এক অঞ্চল সভাপতি তথা নব নির্বাচিত পঞ্চায়েত প্রধানকে বহিষ্কার করা হয়েছে। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের লটিয়াবনি গ্রাম পঞ্চায়েতে একক সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল। গত ১১ই অগাস্ট এই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে তৃণমূল।

Panchayat Board 2023: এক রাতেই টেক্কা! সংখ্যাগরিষ্ঠ তৃণমূলের বোর্ড আচমকা রাত পোহাতেই বিজেপির দখলে
অভিযোগ এই বোর্ড গঠনে তৃণমূলের দলীয় নেতৃত্বের নির্দেশ মানেননি ওই এলাকায় দলের অঞ্চল সভাপতির পদে থাকা মানিক মণ্ডল। তৃণমূলের গঙ্গাজলঘাটি ২ নম্বর সাংগঠনিক ব্লকের সভাপতি নিমাই মাজির বলেন, ‘দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ অমান্য করে লটিয়াবনি গ্রাম পঞ্চায়েতে বামেদের সাহায্য নিয়ে প্রধান পদে বসেন এলাকার অঞ্চল সভাপতি নিজেই।

West Bengal Panchayat : TMC-র প্রার্থীকে হারাতে BJP-র সমর্থন! নন্দীগ্রামে ‘ভানুমতির খেল’ সুফিয়ানের জামাইয়ের
এই ঘটনায় প্রত্যক্ষ ভাবে অঞ্চল সভাপতিকে লটিয়াবনি গ্রাম পঞ্চায়েতের প্রধান করার ব্যাপারে সাহায্য করার অভিযোগ ওঠে ব্লকের সহ সভাপতি জিতেন গড়াইয়ের বিরুদ্ধে। আর এই অভিযোগকে সামনে রেখেই এবার অঞ্চল সভাপতি তথা লটিয়াবনি গ্রাম পঞ্চায়েত প্রধান মানিক মণ্ডল ও ব্লকের সহ সভাপতি জিতেন গড়াইকে বহিষ্কার করল তৃণমূল’।

Panchayat Election 2023: রাম-বাম-তৃণমূলে ঐক্যসুরে মিলল পঞ্চায়েত, অভিনব জোট বোর্ড মালদার রতুয়ায়
আজ রীতিমত প্রেস কনফারেন্স করে এই বহিষ্কারের কথা জানান তৃণমূলের গঙ্গাজলঘাটি ২ নম্বর সাংগঠনিক ব্লকের সভাপতি নিমাই মাজি। যদিও অভিযুক্ত অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত প্রধান মানিক মণ্ডল দল বিরোধী কাজের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে থেকেই ঠিক ছিল আমি প্রধান হব। কিন্তু ভোটের পরে যখন বোর্ড গঠনের দিন এগিয়ে আসে, তখন থেকে দলের কিছু নেতার সুর পালটে যায়।

Panchayat Board : বোর্ড গঠনের দিন রক্তাক্ত বাঁকুড়া, দু’পক্ষের ঝামেলায় আহত একাধিক BJP কর্মী
আমাকে কাটিয়ে অন্য একজনকে প্রধান করার ব্যাপারে কথা বলা হয়। সেটা আমি মানতে পারিনি। আর এই ঘটনায় প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে ব্লকের সভাপতি নিমাই মাজির। তিনি জানতেন যে আমি প্রধান হওয়ার দাবিদার। কিন্তু তাও আমাকে বহিষ্কার করা হল’। যদিও বামেদের সাহায্য নিয়ে প্রধান পদে বসার বিষয়টি অস্বীকার করেছেন তিনি। এদিকে, এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে চাননি বহিষ্কৃত ব্লক সহ সভাপতি জিতেন গড়াই। তিনি বলেন, ‘যা বলার দলের নেতৃত্বকে বলব’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *