Uttara Dinajpur News : নিয়োগ দুর্নীতির শাপ! শিক্ষকের ভুল প্রাথমিক স্কুলে স্বাধীনতা দিবসে তেরঙ্গার চরম অবমাননা – indian national flag allegedly insulted in uttar dinajpur school


মঙ্গলবার গোটা দেশের পাশাপাশি এরাজ্যেও পালিত হয়েছে ৭৭তম স্বাধীনতা দিবসে। দেশের গৌরবের এই বিশেষ দিনেও জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ঘিরে শোরগোল। উত্তর দিনাজপুর জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ধরা পড়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের নয়াবাড়ী বাগেশ্রী প্রাথমিক বিদ্যালয়ে।

মঙ্গলবার সারা দেশের সঙ্গে এই নয়াবাড়ি বাগেশ্রী প্রাথমিক বিদ্যালয়েও দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বুধবার ওই স্কুলে গিয়ে দেখা গেল জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে ঠিকই, কিন্তু তা উলটো। তা দেখে অবাক স্থানীয় মানুষজনও। এই ঘটনার কথা চাউর হতেই এলাকায় শোরগোল পড়ে যায়।

Bangladesh Government : জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নয়া নিয়ম! বিজ্ঞপ্তি জারি হাসিনা সরকারের
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যালয়ের ছোট ছোট ছাত্র ছাত্রীদের নিয়ে উল্টো জাতীয় পতাকা উত্তোলন করেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বলেই দাবি স্থানীয় মানুষদের। এমনকি জাতীয় পতাকা উত্তোলন করে সেটিকে যথাযথ মর্যাদায় সঠিক সময়ে নামানো হয়নি বলেও অভিযোগ। সারারাত অন্ধকারেই উত্তোলিত ছিল উল্টো জাতীয় পতাকা। তা নিয়ে যথেষ্ট এই চিন্তিত এলাকার মানুষজন। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভও রয়েছে।

স্থানীয় মানুষদের দাবি, বিদ্যালয়ের শিক্ষিক ও শিক্ষিকার হয়েই যদি এমন ভুল করে তাহলে তারা বাচ্চাদের আর কি শেখাবে। পাশাপাশি জাতীয় পতাকার অপমান শাস্তিযোগ্য অপরাধ বলেই মত স্থানীয় বাসিন্দাদের।

Har Ghar Tiranga : স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ টাস্ক, দেশবাসীকে কী করতে বললেন প্রধানমন্ত্রী?
স্থানীয় বাসিন্দা মহম্মদ আলম বলেন, ‘ যেভাবে টাকার বিনিময়ে চাকরি বিক্রি চলছে, তাতে যোগ্যরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন এবং অশিক্ষিতরা টাকা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে। তাদের কাছ থেকে বাচ্চারা আর কি শিখতে পারবে। প্রশাসনের অবিলম্বে বিষয়টি কড়া হাতে দেখা উচিত। নইলে আগামী প্রজন্ম কোনও কিছুই শিখতে পারবে না। আমাদের মনে হয় প্রশাসনের অবিলম্বে এই নিয়ে নিয়ে পদক্ষেপ করা উচিত, নইল এই ভুল চলতে শাকবে।’

Independence Day 2023 : ৭৭ তম স্বাধীনতা দিবসপালনের প্রস্তুতি তুঙ্গে, তেরঙ্গা সম্পর্কে রইল অজানা তথ্য
যদিও অভিযুক্ত প্রধান শিক্ষক বিষ্ণু প্রামাণিক ফোনে বলেন, ‘জাতীয় পতাকা ঠিকই উত্তোলিত ছিল। পরে ওই এলাকায় গন্ডগোল হওয়ায় ১৪৪ ধারা জারি ছিল সেই কারণেই আমরা আর যেতে পারিনি নামানোর জন্য। রাতে ওই জাতীয় পতাকা কেউ উলটো করে টাঙিয়েছে।’ যদিও পরবর্তী সময়ে তিনি নিজের ভুল স্বীকার করেছেন এবং ঘটনাটি খুবই নক্কারজনক বলে দুঃখ প্রকাশও করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *