কলকাতা সফরে রাষ্ট্রপতি, শহরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি দ্রৌপদী মুর্মুর


আজ, বৃহস্পতিবার কলকাতায় আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এদিন সকালে রাজভবনে যাওয়ার কথা রয়েছে তাঁর। এরপর নৌসেনার একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

Kolkata Metro : ইস্ট-ওয়েস্ট মেট্রো বন্ধ দুই শনিবার
বৃহস্পতিবার, সকালের বিমানে কলকাতা আসবেন রাষ্ট্রপতি। সকাল দশটা ১৫ নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে অবতরন করবেন। এরপর যাবেন রাজভবনে। রাজভবনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ব্রহ্ম কুমারীদের আয়োজিত ‘নেশামুক্ত ভারত অভিযান’-এ যোগ দেবেন তিনি।

Kolkata Rain Forecast : মরশুমে প্রথম একমাসে ২০০ মিমি বৃষ্টি অগাস্টে, ঘূর্ণাবর্তে রাজ্য জুড়ে আরও বর্ষণের আশা
সেখান থেকে গার্ডেনরিচে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাবেন রাষ্ট্রপতি। সেখানে নৌ সেনার উদ্যোগে একটি অনুষ্ঠান রয়েছে। দেশের তিন সেনাবাহিনীর সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা গিয়েছে, গার্ডেনরিচ শিপিং ইয়ার্ডে ভারতীয় নৌসেনার ১৭তম প্রকল্পের ষষ্ঠ জাহাজ ‘বিন্ধ্যগিরি’-র সূচনা অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন তিনি।

Kolkata Traffic Update : শহরে রাষ্ট্রপতি, একাধিক রাস্তা যান নিয়ন্ত্রণের সম্ভাবনা! বিষ্যুদের ট্রাফিক আপডেট কী বলছে?
রাষ্ট্রপতির সফরের কারণে আজ কলকাতার রাস্তায় একাধিক জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। বাইপাস সংলগ্ন রাস্তায় কলকাতা ট্রাফিক পুলিশের তরফে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। রাষ্ট্রপতির সফর সূচি অনুযায়ী সংশ্লিষ্ট রাস্তাগুলি দিয়ে যান চলাচল বিকল্প রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
এর আগে গত মার্চ মাসে রাজ্যে দু’দিনের সফরে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কলকাতা থেকে বেলুড় মঠ, শান্তিনিকেতনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রথমবার কলকাতায় আসায় তাঁকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। তাঁকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছিল রাজ্য সরকার। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

INDIA Alliance Bengali Video : রাষ্ট্রপতি সাক্ষাৎ-এ I.N.D.I.A, পালটা ‘বাংলা’ চাল অনুরাগের

গত ২৭ মার্চ কলকাতায় আসেন তিনি। সেদিন তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর ২৮ মার্চ বেলুড়মঠে যান। ঘুরে দেখেন শান্তিনিকেতন। শান্তিনিকেতনের বিনয় ভবন সংলগ্ন কুমিরডাঙা মাঠে হাজির হন তিনি। এরপর বিশ্বভারতীর রবীন্দ্র ভবন, কলা ভবন, আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখেন। দুপুরে আম্রকুঞ্জের জহরবেদিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন দ্রৌপদী মুর্মু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *