বিবস্ত্র করে ‘ইনট্রো’, দেড় ঘণ্টা নির্যাতন! যাদবপুরকাণ্ডে পুলিশি জেরায় হাড়হিম করা তথ্য


যাদবপুরের বাংলা প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুতে ক্রমেই জোরাল হচ্ছে ‘র‌্যাগিং’ তত্ত্ব। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও হস্টেলের আবাসিকসহ মোট ন’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য এসেছে পুলিশের হাতে। পুলিশ সূত্রে পাওয়া ঘটনার বিবরণ শুনে রীতিমতো শিউরে উঠছেন অনেকে।

Ragging In Jadavpur University : মৃত্যুর রহস্য লুকিয়ে শেষ ১৫ মিনিটেই! ইন্ট্রোর নামে বিবস্ত্র করা হয় মৃত ছাত্রকে
যাদবপুরে ঠিক কী ঘটেছিল সেই রাতে?

পুলিশ সূত্রে পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, ঘটনার দিন অভিযুক্তদের একদল রাত ১০টা ৫ মিনিট নাগাদ ডিন অব স্টুডেন্টসকে ফোন করে, আরেকদল সেই সময় র‌্যাগিংয়ে ব্যস্ত ছিল বলে জানা গিয়েছে। হস্টেলে থেকে ফোন পাওয়ার পর ডিন অব স্টুডেন্টস হস্টেল সুপারকে ফোন করেন। সূত্রের খবর, সাড়ে ১১টা নাগাদ পরিচয় পর্বের নাম করে হস্টেলের চারতলার একটি ঘরে ওই পড়ুয়াকে নির্যাতন করা হয়, তাকে পড়ে তিনতলার একটি ঘরে নিয়ে আসা হয়। বিবস্ত্র অবস্থায় চলে ‘ইনট্রো’। ১১টা ৪৫ নাগাদ রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় ওই পড়ুয়াকে উদ্ধার করা হয়।

JU Ragging Case: ছাত্র মৃত্যুতে দুপুরে লালবাজারে তলব রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টসকে, বিকেলে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক আচার্যর
ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে প্রায় দেড় ঘণ্টা ধরে ওই পড়ুয়াকে নির্যাতন করা হয়েছিল। ৯ অগাস্টের আগের রাতেও মৃত পড়ুয়ার উপর নির্যাতন চলেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। চারতলার ১০৪ নম্বর ঘরে পড়ুয়াকে জোর করে চিঠি লেখানোয় মূলমাথা ছিল এই ঘটনায় ধৃত সৌরভ ও সপ্তক।

Jadavpur University Ragging Case : ‘র‌্যাগিং’-এর ভিডিয়ো ভাইরালের হুমকি, মোবাইলে পৃথক ফোল্ডার! সৌরভের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য
ঘটনার তদন্তে পুলিশের স্ক্যানারে কর্তৃপক্ষ

এই ঘটনায় পুলিশের রাডারে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ও ডিন অব স্টুডেন্টস রজত রায়কে। রেজিস্ট্রার লালবাজারে গিয়ে পুলিশি জিজ্ঞাসবাদের মুখোমুখি হলেও অনুপস্থিত ছিলেন ডিন অব স্টুডেন্টস। তিনি পুলিশ আধিকারিকদের জানান, তাঁকে ঘেরাও করে রাখা হয়েছে, তাই তিনি যেতে পারছেন না। তাঁর কাছে বেশ কিছু নথি চেয়ে পাঠানো হয়েছে লালবাজারের তরফে। ডিন অব স্টুডেন্টসের বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁকে ফের লালবাজারে ডেকে পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে। আজই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই আধিকারিককে নোটিশ পাঠানো হতে পারে। কী ভাবে হস্টেলের ঘর বণ্টন? কেন প্রাক্তনীরা হস্টেলে জায়গা পেল? এই প্রশ্নও তাঁকে করা হতে পারে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *