সোহমের প্রযোজনায় ফের একসঙ্গে দেব-মিঠুন?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘প্রজাপতি’-র(Projapoti) সাফল্যের পর অনেকদিন ধরেই দর্শকরা অপেক্ষা করছেন যে কবে আবার পর্দায় ফিরবে মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty) ও দেব(Dev)। অনেকেই চেয়েছিলেন দেবের আগামী ছবি ‘প্রধান’-এ(Pradhan) একসঙ্গে ফিরুক দেব ও মিঠুন। কিন্তু সেই ছবিতে একসঙ্গে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায় ও দেবকে। পাশাপাশি এই ছবিতে অনেকদিন পর একসঙ্গে দেখা যাবে দেব ও সোহম চক্রবর্তীকে(Soham Chakraborty)। সেই সেটে বসেই এবার আগামী ছবির পরিকল্পনা করে ফেললেন সোহম ও দেব।

আরও পড়ুন- Unmesh Ganguly | Web Series: ‘ঘোতন’-এর ভাগ্যে জোটেনি প্রযোজক! চাঁদা তুলে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘ভাগ্যলক্ষ্মী বাম্পার’

সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এই ছবির জন্য শারীরিক কসরত করছেন দেব। তিনি একা নন, এই ছবির জন্য অনেকটাই ওজন কমিয়েছেন সোহমও। আপাতত জোরকদমে চলছে এই ছবির শ্যুটিং। শোনা যাচ্ছে এই ছবির সেটেই আরও একটি ছবির পরিকল্পনা শুরু করে দিয়েছেন দেব ও সোহম। ফের আরও একটি ছবিতে জুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা। শোনা যাচ্ছে সেই ছবিতেই নাকি আবারও ফিরতে চলেছে দেব-মিঠুন জুটি। তবে এবার আর সেই ছবি দেব প্রযোজনা করবেন না, ছবিটি প্রযোজনা করবে সোহমের প্রযোজনা সংস্থা।

‘কলকাতার হ্যারি’ ছবির হাত ধরে প্রযোজনা সংস্থা শুরু করে সোহম চক্রবর্তী। প্রিয়াঙ্কা ও সোহম অভিনীত সেই ছবি বিশেষ ব্যবসা করতে পারেনি। তাই দেব ও মিঠুন জুটিকে ফিরিয়ে মুনাফা আনার প্রচেষ্টায় রয়েছেন সোহম। অন্যদিকে দেবের হাতে একাধিক কাজ। বর্তমানে বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। পুজোয় মুক্তি পেতে চলেছে বাঘা যতীন। এছাড়াও রঘু ডাকাত, পলাশীর যুদ্ধ থেকে শুরু করে একাধিক ছবি রয়েছে তাঁর তালিকায়। শোনা যাচ্ছে, এসভিএফের সঙ্গেও বেশ কয়েকটি ছবি করার কথাবার্তা চলছে তাঁর।

আরও পড়ুন- EXCLUSIVE | Sunidhi Nayak: ‘সন্ধ্যাতারা’র কৃতজ্ঞতায় কবীর সুমন, সুনিধির স্বপ্নে রহমান-অরিজিৎ

টলিউডে জোর গুঞ্জন, দেব ও জিৎকে সঙ্গে নিয়ে এসভিএফের ব্যানারে ‘দুই পৃথিবী’র সিক্যুয়েলের কথা ভাবছেন রাজ চক্রবর্তী। অন্যদিকে মিঠুন চক্রবর্তী বর্তমানে ব্যস্ত তাঁর আগামী ছবি ‘কাবুলিওয়ালা’র শ্যুটিঙে। সুমন ঘোষের ছবিতে এবার তিনি কাবুলিওয়ালা। সব মিলিয়ে এখন টলিউড ফের আশায় বুক বেঁধেছে কারণ একসঙ্গে বেশ কয়েকটি ছবির খবর বারংবার উঠে আসছে প্রকাশ্যে। তবে এই ব্যাপারে অফিসিয়ালি কিছু বলেননি দেব ও সোহম।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *