Bankura Sammilani Medical College : যাদবপুরে ছাত্রমৃত্যুর জের! তড়িঘড়ি অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠক বাঁকুড়া মেডিক্যাল কলেজে – anti ragging committee meeting organized by bankura sammilani college and hospital authorities


যাদবপুরকাণ্ডের পর নড়ে চড়ে বসলো ঐতিহ্যবাহী বাঁকুড়া সম্মিলনী কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। তড়িঘড়ি শুরু হলো অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের মর্মান্তিক মৃত্যু যেন টনক নড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যসহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে। এই যাদবপুর কাণ্ডের জল যাতে অন্যান্য প্রতিষ্ঠান গুলোতে এসে না গড়ায় তার জন্য শুরু হলো তদারকির ব্যবস্থা। যাতে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয় তাই এদিন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি অ্যান্টি র‍্যাগিং কমিটিকে নিয়ে বসল বৈঠকে।

Ragging Complaint on UGC: র‍্যাগিংয়ের শিকার হলে সহজেই কীভাবে UGC-তে অভিযোগ জানাবেন? রইল বিশদে সব তথ্য
এদিন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডঃ পঞ্চানন কুন্ডুর নেতৃত্বে অ্যান্টি রাগিং কমিটির বৈঠক সম্পূর্ণ হল। দেখা গিয়েছে, যাদবপুরকাণ্ডের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিরাপত্তার বিষয় নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। চলেছে রাজনৈতিক চাপানউতর। তাই আগে ভাগেই কি সিদ্ধান্ত নিতে শুরু করেছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি? উঠেছে প্রশ্ন। রাজ্যের শিক্ষাবিদেরা মনে করছেন পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা থাকলে এই ধরনের অপ্রীতিকর ঘটনাকে এড়ানো গেলেও যেতে পারে।

Burdwan University : ৭ দিনে বহিরাগতদের ছেড়ে দিতে হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেল
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ডঃ পঞ্চানন কুন্ডু বলেন, ‘ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের তরফ থেকে আমাদেরকে একটা নির্দেশিকা জারি করা হয় যে গত ১২ই আগস্ট অ্যান্টি র‍্যাগিং ডে পালন করার জন্য। সেই অনুযায়ী একটা কমিটি গঠন করে বিভিন্ন ছাত্র ছাত্রীদের মধ্যে র‍্যাগিংয়ের জন্য কি ধরনের আইন বা নির্দেশিকা রয়েছে সেগুলো সম্পর্কে তাঁদের অবগত করা, র‍্যাগিং আইনের বিভিন্ন ধারা গুলি তাদেরকে বোঝানো এসব করা চলছে’।

Jadavpur University : র‍্যাগিং অতীত, সতর্ক সব মেডিক্যাল কলেজ
তিনি এও বলেন, ‘যাদবপুরকাণ্ডের পরে সতর্কতামূলক ব্যবস্থা সত্যিই নেওয়া হচ্ছে এবং যেসব পড়ুয়া উত্তীর্ণ তাদেরকে হোস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশও দেওয়া হচ্ছে’। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কলেজের পড়ুয়া মহল। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক মেডিক্যাল পড়ুয়া বলেন, ‘যদি এই সমস্ত উদ্যোগ আগে নেওয়া হত তাহলে হয়ত যাদবপুরের ওই পড়ুয়া আজ আমাদের মধ্যে বেঁচে থাকত। দেখে ভালো লাগছে যে আমাদের কলেজেও অ্যান্টি র‍্যাগিং বিষয়ে সচেতনতা প্রচার করা হচ্ছে’।

Jadavpur University News : যাদবপুরে পৃথক হস্টেল পেতে চলেছে ফ্রেশাররা, তিন দিনে সব হস্টেল থেকে সরতে হবে প্রাক্তনীদের
সব মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন যাদবপুরের মর্মান্তিক পড়ুয়া মৃত্যুর থেকে শিক্ষা নিতে শুরু করেছে। এখন শুধু দেখার বিষয় এটাই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে তাদেরকে আগামী দিনে পরিচালনা করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *