CV Ananda Bose : কোর্টের বৈঠক ডেকে নয়া বিতর্কে বোস – controversy surrounding the meeting called by governor cv ananda bose with court members at raj bhavan over the death of a first year student of jadavpur


এই সময়: যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিশ্ববিদ্যালয়ের কোর্ট সদস্যদের বুধবার রাজভবনে ডেকেছিলেন আচার্য-রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রথম বর্ষের ওই পড়ুয়ার মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় কী কী ব্যবস্থা নিয়েছে, সে সংক্রান্ত রিপোর্ট এ দিন রাজভবনে জমা দেন সহ-উপাচার্য অমিতাভ দত্ত।

Jadavpur University News : ছাত্র মৃত্যুর মাঝেই হাসপাতালে ভর্তি যাদবপুরের এক পড়ুয়া, পুলিশি জেরায় অসুস্থ?
বিভিন্ন বিভাগীয় প্রধানরা কোর্টের সদস্য। সেই মতো এ দিন বিকেল পাঁচটায় রাজভবনে পৌঁছন ইংরেজির বিভাগীয় প্রধান মনোজিৎ মণ্ডলও। কিন্তু দোতলায় মিটিং রুমে উঠতে না দিয়ে তাঁকে একতলায় একজন ডেপুটি সেক্রেটারির ঘরে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে অন্য বিভাগীয় প্রধানরাও বিস্মিত। দিন কয়েক আগে উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যানের সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সদস্য করা হয়েছিল মনোজিৎকে। প্রসঙ্গত পদাধিকার বলে শিক্ষামন্ত্রীই পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান।

CV Ananda Bose : অপসৃত স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও, দ্বারস্থ হাইকোর্টের
মনোজিতের অভিযোগ, ‘কোর্টের বাকি সদস্যদের সঙ্গেই আমি রাজভবনে পৌঁছই। সে সময়ে সেখানকার এক আধিকারিক আমাকে গ্রাউন্ড ফ্লোরে রাজ্যপালের উপসচিবের ঘরে বসতে বলেন। আমি পাঁচটা দশ নাগাদ ওই ঘরে ঢুকি। কিছুক্ষণ পর আমার দুই সহকর্মী ও অন্য বিভাগীয় প্রধানরা ফোন করে বৈঠক শুরুর কথা জানান। আমি সেখানে যেতে চাইলে ওই উপসচিব বলেন, আমার নাকি বৈঠকে ঢোকার অ্যাপ্রুভাল নেই। সাড়ে ছ’টা পর্যন্ত বসে থেকে চলে আসি।’

JU Ragging Case : রাজ্যপালের ‘অ্যাকশন প্ল্যান তৈরি’! যাদবপুর কর্তৃপক্ষকে বুধবার রাজভবনে তলব
সূত্রের খবর, এ দিন বৈঠকে উপস্থিত বিভাগীয় প্রধানরা বিশ্ববিদ্যালয়ে দ্রুত উপাচার্য ও শিক্ষক নিয়োগ, শিক্ষকদের পদোন্নতির জন্য আচার্যের প্রতিনিধি পাঠানো এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে অর্থ সহায়তার দাবি জানান। আচার্য তিন বিষয়ই খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে জানা গিয়েছে।

Jadavpur University News : যাদবপুরে আসছে না UGC-র প্রতিনিধি দল! বিশ্ববিদ্যালয়ের দাবি ঘিরে চর্চা
লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের বিভাগীয় প্রধান গৌতম মাইতি এ দিন আচার্যের কাছে অভিযোগ জানান, বিশ্ববিদ্যালয়ের নতুন আইন অনুযায়ী, এখনও স্ট্যাটিউট বা বিধি তৈরি হয়নি। অথচ প্রাক্তন এক উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি সিদ্ধান্ত নিয়েছে, ফ্যাকাল্টি কাউন্সিল, ইসি এবং কোর্টে পুরানো বিধি অনুযায়ী ভোট হবে। যা আইনবিরুদ্ধ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *