Jadavpur University News : ‘একটা ব়্যাকট চলছে, ভাঙা দরকার’! যাদবপুরের মৃত ছাত্রের বাড়িতে গিয়ে বললেন নওশাদ – nawsad siddique meets to jadavpur university died students family


যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্রের নদিয়ার মামার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেলন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তদন্তের আশ্বাস নিয়েও কটাক্ষ করেন তিনি। বৃহস্পতিবার নদিয়ার রানাঘাটে মৃত ছাত্রের মামার বাড়িতে যান নওশাদ। দোষীদের কড়া শাস্তির দাবি জানান তিনি।

এদিন নওশাদ সিদ্দিকী বলেন, ‘যার স্বপ্ন ছিল আইএএস অফিসার হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাকে আমার হারিয়েছি। পরিবারের সঙ্গে কথা হয়েছে। মায়ের কঠিন পরিস্থিতি। ছেলেকে তো ফিরিয়ে আমরা দিতে পারি না। কিন্তু ওই ছেলের ওপরে য়ারা আক্রমণ করল, যাদের জন্য আমরা মেধবী ছাত্রকে হারাল, তারা যেন না ছাড় পায়। আমি আশা করব, মুখ্যমন্ত্রী নিজে যখন বিষয়টি দেখছেন, তখন স্বল্ব সময়ের মধ্যে, যারা এক সঙ্গে যুক্ত, রাজনৈতিক রং না দেখে দেখে, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন।’

Bratya Basu : ‘হনুগিরি বন্ধ করতে হবে’, যাদবপুরে মৃত ছাত্রের পরিজনের পাশে বসে তোপ ব্রাত্যর
ব়্যাগিং সম্পর্কে বলতে গিয়ে নওশাদ বলেন, ‘এটা একটা ব়্যাকেট চলছে, এটাকে ভাঙা দরকার। এর জন্য সর্ব প্রথম দায়ী কর্তৃপক্ষ। তারা সক্রিয় থাকলে এই দিন দেখতে হত না। শিক্ষামন্ত্রীর তদন্ত করে দেখা দরকার যে একজন প্রতিষ্ঠি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে কী ভাবে দুষ্কৃতীমনষ্ক কাজ করছে? কারা তাদের ব্রেন ওয়াশ করছে, এই তদন্ত হওয়া দরকার।’

অন্যদিকে আগামীকাল মৃত ছাত্রের বাড়িতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিজেপির যুব মোর্চার ধর্নামঞ্চে যোগ দিয়ে তিনি বলেন, ‘আগামীকাল মৃত ছাত্রের বাড়িতে যাব, সঙ্গে থাকবে ১৫ জন বিধায়কের দল, ছাত্রের পরিবার চাইলে আইনি লড়াই লড়বে বিজেপি।’ বিরোধী দলনেতা আরও বলেন, ‘পুলিশের ওপর ভরসা নেই, যাদবপুরে ৩-৪টি সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়ে বি-টিম, যাদবপুর থেকে ব্লিচিং-ফিনাইল দিয়ে এদের পরিষ্কার করতে হবে, এদেরকে উপড়ে ফেলব।’

JU Student Death : যাদবপুরকাণ্ডে সক্রিয় জাতীয় মানবাধিকার কমিশন, রিপোর্ট তলব মুখ্যসচিব-ডিজি ও বিশ্ববিদ্যালয়ের থেকে
একইসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মৃত ছাত্রের নাম নেওয়ায়, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ার পার্সন সুদেষ্ণা রায়ের কাছে তাঁকে নোটিশ দেওয়ার দাবি জানান শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, ‘বিধানসভায় শিক্ষামন্ত্রীর কাছে হিসেব বুঝে নেবে বিজেপি। সুদেষ্ণা যদি কালকের (শুক্রবারের) মধ্যে নোটিশ না করেন, তাহলে কাল থেকে সবাই নাম বলব, ছবি বুকে নিয়ে ঘুরব, যা পারেন করবেন।’ এদিন সভার শেষে যখন ৮বি বাসস্ট্যান্ডের দিকে এগোচ্ছিলেন শুভেন্দু ঠিক সেই সময় তাঁকে বাধা দেয় পুলিশ। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখায় আরএসএফ। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *