অরূপ বসাক: গ্রামের রাস্তার চরম শোচনীয় দশা, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে সামিল খুদেরাও।
ছেলেমেয়েরা প্রতিদিন স্কুল থেকে বাড়ি ফেরে সারা গায়ে কাদা মেখে। এবার দেখা গেল বড়দের পাশাপাশি খুদেরাও প্ল্যাকার্ড হাতে। কিন্তু কী লেখা সেই প্ল্যাকার্ডে? কেনই বা বড়দের সঙ্গে সামিল হয়েছে তারা? আর স্কুল থেকেই বা কাদা মেখে ফেরে কেন? এই সব প্রশ্নের উত্তর একমাত্র গ্রামের রাস্তা।
আরও পড়ুন: Basirhat School: যৌনকর্মীদের সন্তানদের জন্য অত্যাধুনিক স্কুল! মানবিক উদ্যোগ পুলিসের
এক কথায় বলতে গেলে বছরের পর বছর ধরে গ্রামের চরম বেহাল রাস্তাই এর কারণ। দীর্ঘ বছর ধরে এমন নাজেহাল জনজীবন কাটাচ্ছেন মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের ভুজারী পাড়ার বাসিন্দাদের। প্রতিবাদে শিশু থেকে শুরু করে গোটা গ্রামবাসী গ্রামে পথ অবরোধে সামিল হয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তাটি গত ১০ বছর ধরে বেহাল। স্থানীয় প্রশাসনের কাছে একাধিক বার রাস্তা মেরামতির কথা জানানো হয়েছে। প্রতিবারই মিলেছে শুধু আশ্বাস। বিশেষ করে ভোটের আগে রাজনৈতিক দলের প্রতিনিধিরাও দ্রুত রাস্তা তৈরীর প্রতিশ্রুতি দিয়ে যায়। এরপর ভোট প্রতিশ্রুতি প্রশাসনের খাতায় চাপা পড়ে বছরে পর বছর তাতে ধুলোর পাহাড় জমে। এখনও পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ।
আরও পড়ুন: Malbazar: চালকের তৎপরতায় আশ্চর্যজনক ভাবে বেঁচে গেল রেললাইনে উঠে পড়া হাতি…
এদিকে চলাচলের অযোগ্য রাস্তা দিয়ে চলতে গিয়ে মাঝেমধ্যে দুর্ঘটনার সম্মুখীন হন গ্রামবাসীরা। বিশেষ করে অসুস্থ রোগীদের নিয়ে যাওয়ার সময় রীতিমতো প্রাণহাতে চলাচল করতে হয় পরিবারের সদস্যদের। বছরের পা বছর এইভাবে চলতে চলতে ধৈর্যের বাঁধ ভাঙে এলাকাবাসীর। ছাত্র-ছাত্রীরা ধানের চারা লাগিয়ে বিক্ষোভ করে। তীব্র প্রতিবাদ জানান গ্রামবাসীরা।
এলাকার পঞ্চায়েত সদস্য কমলা বালা বিশ্বাস জানান, এই রাস্তার সমস্যা দীর্ঘদিনের। তাই এই বিষয় নিয়ে গ্রাম পঞ্চায়েতে জানানো হবে। শীঘ্রই এলাকাবাসীর দাবী পূরণের আশা দিয়েছেন তিনি।
এবার দেখার তার এই আশ্বাস বাস্তব রূপ নেয়, নাকি ফের প্রশাসনের খাতায়-কলমে চাপা পড়ে যায় আগের মতোই।