‘কাজ করো, নয়তো গদি ছাড়ো!’ কেষ্ট গড়ে সভাধিপতি হয়েই রণং দেহি কাজল


Birbhum Zilla Parishad : ‘হয় কাজ করো, না হয় ইস্তফা দাও।’ পঞ্চায়েত বোর্ড গঠনের পরেই এবার কড়া দাওয়াই অনুব্রত পরবর্তী বীরভূমে তৃণমূল কংগ্রেসের এক নম্বর নেতা কাজল শেখ। দুর্নীতি সরিয়ে উন্নয়নের বিষয়ে নজরদারির বার্তা দিয়েছে শাসক দলের শীর্ষ নেতৃত্ব। লোকসভা নির্বাচনের আগে জনসমর্থনের ভিত শক্ত করতে এবার রুক্ষ মেজাজে নতুন জেলা সভাধিপতি।

Kajal Sheikh News : কেষ্ট-বিরোধী কাজলের হাতে জেলা পরিষদের ব্যাটন! নয়া &amp#39;ভাইজান&amp#39;-এর উত্থান বীরভূমে
জেলা সভাধিপতির দায়িত্বভার পাওয়ার পরেই পঞ্চায়েত প্রধানদের কার্যত কড়া বার্তা দিলেন তিনি। কাজল বলেন, ‘কাজ না করলে ছয় মাসের মধ্যে ইস্তফা দিতে বাধ্য করব।’ বীরভূম জেলা পরিষদের সভাধিপতির নতুন দায়িত্বভার পাওয়ার পরেই রাশ তুলে নিলেন নিজের হাতে।

Birbhum News :কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে ব্যাগ ভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার, বাড়ছে রহস্য
জেলার গ্রাম পঞ্চায়েতের প্রধানদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন ফাইজুল হক ওরফে কাজল শেখ। গোরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়ার পরই উত্থান অনুব্রত মণ্ডলের ‘বিরোধী’ বলেই পরিচিত এই তৃণমূল নেতার। এমনকি অনুব্রত মণ্ডলের অবর্তমানে মুখ্যমন্ত্রী স্বয়ং জায়গা দিয়েছিলেন তাঁকে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটিতে। আর তারপর থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে।

Amartya Sen Visva Bharati University : জমি অধিগ্রহণ মামলায় ফের স্বস্তিতে অমর্ত্য সেন, বিশ্বভারতীর নোটিশে স্থগিতাদেশ সিউড়ি আদালতের
এমনকি এই বিতর্কে জড়ানোর কারণে খোদ মুখ্যমন্ত্রী তাকে সতর্ক করেছিলেন। এরপর তাকে বেশ কিছুদিন আর কোনও বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়নি। কিন্তু প্রথমবার জেলা পরিষদের প্রার্থী হয়ে জয়ী হওয়ার পর জেলা সভাধিপতির দায়িত্বভার পাওয়ার পরই ফের কড়া বার্তা শোনা গেল তার মুখে।
নানুর পঞ্চায়েত সমিতির সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে তৃণমূলের প্রার্থী হয়ে জেতা প্রধানদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘গ্রাম পঞ্চায়েতের প্রধান হওয়ার পর কেউ যদি ভাবেন, পাঁচ বছর ঘুমিয়ে কাটাবো, তাহলে তার মেয়াদ ছয় মাস হবে। মনে রাখবেন যারা প্রধান তাদের ২৫ ঘণ্টা নজরদারিতে রাখা হবে। যদি খবর পাওয়া যায় প্রধানরা ঠিকঠাক কাজ করছেন না তাহলে তাদের ছ’মাসের মধ্যে পথ থেকে ইস্তফা দিতে হবে।’

Kajal Sheikh Video : অনুব্রতর দিন শেষ? ‘প্রতিপক্ষ’ কাজল শেখ জেলাসভাধিপতি

তাঁর কথায়, যারা দুর্নীতিগ্রস্ত তাদের দল থেকে ইস্তফা দিতে বাধ্য করবে নেতৃত্ব। এই কথাটা মনে রাখবেন, উন্নয়নের ক্ষেত্রে কোনও খামতি রাখা হবে না। চেয়ারে বসেছি মানে এই নয় যে নিজের জন্য কিছু করব। জনপ্রতিনিধিদের বাড়ি বাড়ি যেতে হবে। না হলে আপনাদের মেয়াদ হবে মাত্র ৬ মাস। যদি মানুষের পাশে থাকেন তাহলে মেয়াদ ছয় মাস থেকে আরও ছয় মাস বেড়ে যাবে। না হলে ছয় মাস পর আপনাকে ইস্তফা দিতে বাধ্য করবো কথাটা মনে রাখবেন মানুষের হয়ে কাজ করুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *