দৈত্যাকার টেরাকোটার ঘোড়া! নিপুণ শিল্পকর্মে চমক বাঁকুড়ার শিল্পীর, উচ্চতা কত জানেন?


Bankura Terracotta-র শিল্প বিশ্ব প্রসিদ্ধ! বাঁকুড়ার টেরাকোটার মাটির ঘোড়া যা গোটা জেলার আইডেন্টিটি। ‘টেরাকোটার দেশ’ হিসেবেই পরিচিত বাঁকুড়া জেলার পাঁচমুড়া। অদম্য জেদ আর ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে এবার দৈত্যাকার ১৫ ফুট উচ্চতার টেরাকোটার ঘোড়া তৈরি করে নজির সৃষ্টি করলেন প্রবীণ মৃৎ শিল্পী অরুণ কুম্ভকার।

Bankura News : রাস্তায় বড় বড় ধস! জীবনের ঝুুঁকি নিয়েই নিত্য যাতায়াত বাঁকুড়ার গ্রামবাসীদের
স্থানীয় সূত্রে খবর, তালডাংরার এই গ্রাম টেরাকোটা শিল্পের জন্য জগৎ বিখ্যাত। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সমানভাবে সমাদৃৎ পাঁচমুড়ার ঘোড়া সহ অন্যান্য টেরাকোটার শিল্পসামগ্রী। ইতিপূর্বে এই গ্রামের শিল্পীরা নিজেদের কাজের মাধ্যমে অসংখ্য রেকর্ড তৈরি করলেও ১৫ ফুট উচ্চতার ঘোড়া তৈরির সাহস দেখাননি কেউই। এবার সেই অসম্ভবই সম্ভব করলেন শিল্পী অরুণ কুম্ভকার।

Bankura Sammilani Medical College : যাদবপুরে ছাত্রমৃত্যুর জের! তড়িঘড়ি অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠক বাঁকুড়া মেডিক্যাল কলেজে
এই ধরণের কাজ করতে গেলে সাহস নয়, দুঃসাহস দরকার বলছেন ওই গ্রামেরই মৃৎশিল্পী শিবু কুম্ভকার। এর আগে ১২ ফুট উচ্চতার ঘোড়া তৈরি করেছেন অরুণ বাবু। এবার সেই সব রেকর্ড ছাপিয়ে গ্রামে তিনিই প্রথম তৈরি করলেন ১৫ ফুট উচ্চতার ঘোড়া। যা তাদের মতো শিল্পীদের কাছে অত্যন্ত আনন্দের খবর সঙ্গে গৌরবেরও বলে তিনি জানান।

Bankura News : &amp#39;কাইটস&amp#39;-এর উড়ান! জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য শিবির চিকিৎসক-মেডিক্যাল পড়ুয়া সংস্থার
শিল্পী অরুণ কুম্ভকার জানান, প্রায় দেড় মাসের চেষ্টায় নিজের বাড়িতেই তাঁর হাত দিয়ে অল্প অল্প করে তৈরি হয়েছে এই ১৫ ফুট উচ্চতার এই টেরাকোটার ঘোড়া। তিনটে ভাগে বিভক্ত এই ঘোড়া তৈরির কাজ ধাপে ধাপে গিয়েছে। জানালেন শিল্পী নিজেই। একই সঙ্গে তিনি আরও জানান, গ্রামের বর্তমান প্রজন্ম এই শিল্প নিয়ে বিশেষ আর আগ্রহী নয়।

Bankura Patachitra Video : শুশুনিয়ার কোলে পটচিত্রে সাজানো বাড়ি

গ্রামের ঐতিহ্যকে শেষ হতে দেওয়া যায় না। তাই নবপ্রজন্মকে এই কাজে উৎসাহিত করতেই তাঁর এই প্রচেষ্টা। তবে আগামী দিনে এই ধরণের বিশেষ কাজের বরাত পেলে তিনি ১৫ ফুট কেন আরও বেশি উচ্চতার ঘোড়া তৈরি করতে রাজি বলে জানান। আপনি কি ১৫ ফুট উচ্চতার টেরাকোটার বিশেষ এই জোড়া ঘোড়া দেখতে আগ্রহী? তাহলে আপনার গন্তব্য হোক পাঁচমুড়া। গ্রামের মধ্যিখানে আটচালার সামনে শিল্পী অরুণ কুম্ভাকারে জোড়া ঘোড়া যেন আপনাকেই স্বাগত জানাতে তৈরি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *