ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে মারধর অশোকনগরে, অভিযুক্ত TMCP


ফের Ragging এর অভিযোগ। এবার উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের নেতাজি শতবার্ষিকী কলেজে। অভিযোগ দায়ের করা হয়েছে অশোকনগর থানায়। ইউনিয়ন রুমে ডেকে মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন এক ছাত্র। অভিযোগের তির TMCP ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে।

Jadavpur University Student Death : &amp#39;ঘটনার সময় ও তো রুমে ছিল…&amp#39;, দাবি যাদবপুর কাণ্ডে কুলতলি থেকে ধৃত অসিতের মায়ের
যাদবপুরের ঘটনার পরই একের পর একের র‍্যাগিং এর খবর উঠে আসছে। কলেজের ইউনিয়ন রুমে ছাত্রকে ডেকে মানসিক অত্যাচার র‍্যাগিংয়ের অভিযোগ উঠল অশোকনগরের নেতাজি শতবার্ষিকী কলেজের বিরুদ্ধে। ঘটনা ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে অশোকনগর থানায়।
জানা গিয়েছে, কলেজেরই প্রথম বর্ষের এক ছাত্রকে ইউনিয়ন রুমে ডেকে মানসিক অত্যাচার করা হয়। পাশাপাশি চলে মারধর। তবে ওই ছাত্র SFI সমর্থক বলেও জানা গিয়েছে। যদিও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। বলা হচ্ছে, বহিরাগত ছাত্ররা কলেজে প্রবেশ করা নিয়ে কিছু বচসা হয়। তবে র‍্যাগিং এর মত কোনও ঘটনা ঘটেনি বলেই দাবি তাদের।

JU Student Death : &amp#39;বিশ্বাস করতে পারি না,&amp#39; ছেলেকে নিয়ে চরম আত্মবিশ্বাসী যাদবপুরকাণ্ডে ধৃত সুমনের বাবা
তবে নির্যাতিত ছাত্র জানান, মারধর গালিগালাজের পাশাপাশি যাদবপুরের ঘটনাকে টেনেও ভয় দেখানো হয় বলে অভিযোগ। এমনকি তার ফেসবুক প্রোফাইল থেকে SFI-এর পোস্ট মুছে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দেওয়া ছবি প্রোফাইলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। ছাত্র অস্বীকার করলেই চলে মারধর।

Jawahar Navodaya Vidyalaya School : যাদবপুরের ছায়া হাবড়ায়? হস্টেলে নবম শ্রেণির ছাত্রকে মারধরে সাসপেন্ড দ্বাদশের পড়ুয়া
এরপরে আরও এক ছাত্র তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলে জানা গিয়েছে। এরপরই গোটা ঘটনার কথা জানিয়ে অশোকনগর থানায় লিখিত অভিযোগ করেন ওই কলেজ পড়ুয়া। গোটা ঘটনার তদন্তে নামলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি বলেও জানা গিয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর থেকেই গোটা রাজ্যে র‍্যাগিং নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজ্য। সেই পড়ুয়ার সঙ্গে র‍্যাগিং করা হয়েছে বলে একাধিক সূত্রের দাবি। ইতিমধ্যেই ওই ঘটনায় নয়জন বর্তমান ও প্রাক্তন পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে।

Jadavpur University Ragging Video : যাদবপুরে ব়্য়াগিংয়ে ছাড় পায় না ‘প্রতিবন্ধীরাও’! কাঠগড়ায় ডিন!

যাদবপুরের ঘটনার পর থেকে র‍্যাগিং রুখতে কড়া ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়। অনেক কলেজেই প্রতিটি বিভাগের ছাত্রদের জন্য আলাদা হস্টেল, কলেজ বা বিশ্বিদ্যালয় প্রাঙ্গণে সিসিটিভি, বহিরাগত ছাত্রদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। তারপরেও ছাত্রদের উপর মানসিক নির্যাতনের ঘটনার কথা উঠে আসছে একাধিক জায়গায় থেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *