১৮ অগাস্টও রাজ্যে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস! কোন কোন জেলায়? জানুন দেশভাগের ইতিহাস


১৫ আগস্ট Independence Day পালন করে গোটা দেশ। আমাদের রাজ্যেও গত মঙ্গলবার স্বাধীনতা দিবস পালিত হয়েছে সাড়ম্বরে। তবে এ রাজ্যে একাধিক জেলার স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠান হল আজ, শুক্রবার। অর্থাৎ, ১৮ অগাস্ট। এর পিছনে রয়েছে দেশভাগের ইতিহাস।

National Flag Of India : রুখতে হবে জাতীয় পতাকার অবমাননা, বাসন্তী থেকে কলকাতা সাইকেল যাত্রা ৩ পড়ুয়ার
দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে স্বাধীনতার স্বাদ প্রকৃত স্বাদ পেয়েছিল আজ অর্থাৎ ১৮ অগাস্ট যা ভারতভুক্তি নামে পরিচিত। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও নদিয়ার রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর শিব নিবাস এবং নবদ্বীপ সাব ডিভিশন পূর্ব পাকিস্তান অর্থাৎ অধুনা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়।

Independence Day 2023 : &amp#39;সারে জাহান সে আচ্ছা…&amp#39;, অনন্য কায়দায় তেরঙ্গাকে সেলাম বলিউডের
দিল্লীর মসনদে বসে ভারতবর্ষের মানচিত্রের উপর সীমা রেখা টেনে দেওয়ায় ফলে এই অঞ্চলের মানুষজন চরম বিপদে পড়েন। গা ঘেঁষাঘেষি করে বসবাস করা মানুষজন হঠাৎই বিদেশী হয়ে হয়ে যান। তখন এই অবান্তর দেশ বিভাগের তীব্র বিরোধীতা করেন শান্তিপুরের ভূমিপুত্র বাগ্মী পন্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র।

Independence Day 2023 : স্বাধীন কারা, সাধারণ মানুষ না কি শাসকবর্গ?
মহাপ্রভূর বৈষ্ণবভূমিকে পূর্ব পাকিস্তিনের অন্তভূক্ত না করার জন্য নানা যুক্তি দিয়ে দিল্লীতে জওহরলাল নেহরুকে বোঝাতে সক্ষম হলে পরবর্তীতে ১৭ই অগাস্ট নদিয়ার শান্তিপুর, রানাঘাট, শিবনিবাস, কৃষ্ণনগর এবং নবদ্বীপকে ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত করা হয়। পন্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রকে সে সময় পূর্ণ সহযোগিতা করেন তাঁর ভিন্ন মতাবলম্বীর মানুষ শ্যামাপ্ৰসাদ মুখোপাধ্যায়।
১৭ অগাস্ট রাত্রে বেতারের মাধ্যমে এই সংবাদ পাওয়ার পর ১৮ অগাস্ট প্রভাতে রবীন্দ্র সমসাময়িক প্রখ্যাত কবি এবং শান্তিপুরের মানুষ কবি করুনানিধান বন্দ্যোপাধ্যায় শান্তিপুরের ডাকঘরে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চ্যাটার্জি ১৯৪৭ সালের ১৮ই আগস্ট বালুরঘাট হাইস্কুল মাঠে ভারতের তিরঙ্গা রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন।

Independence Day 2023 Video : স্বাধীনতার ৭৬! মানচিত্র থেকে মুছে যেতে চলেছে গোটা গ্রাম!

মালদা জেলাতেও কিছু অংশে স্বাধীনতা দিবস পালন হয় ১৮ আগস্ট। শুক্রবার সকাল আনুমানিক ১১ টা নাগাদ স্বাধীনতা দিবস উদযাপনের ছবি নজরে এল বাঁধ রোড এলাকায় মালদা জেলা গ্রন্থাগারের বই বাগানে। জাতীয় পতাকা উত্তোলন সহ নানান দেশাত্মবোধক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করলেন মালদার সংস্কৃতি প্রেমী শিল্পী, সাহিত্যিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা মিলে।
উল্লেখ্য, পূর্ব পাকিস্তানের এক ম্যাজিস্ট্রেটের অধীনে ছিল এই মালদা জেলা। বিশৃঙ্খলার মধ্য দিয়ে দুইদিন কাটানোর পর ১৭ অগাস্ট বেতারে রাডক্লিফ কমিশনের ঘোষণা প্রচারিত হয় এবং ওই দিনই পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি অনুসারে পূর্বের মালদা জেলার ১৫টি থানার মধ্যে দশটি থানা অর্থাৎ ইংরেজবাজার, মালদা, রতুয়া, হরিশ্চন্দ্রপুর, খরবা, গাজোল, হবিবপুর,বামনগোলা, মানিকচক ও কালিয়াচক ভারতের অন্তর্ভুক্ত হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *