Anubrata Mondal Daughter : ‘বাবা ভালো নেই’, অসুস্থতার খবর শুনে আদালতে চোখের জল অনুব্রত কন্যা সুকন্যার – anubrata mondal daughter sukanya mondal cried after hearing her father health condition


ভালো নেই অনুব্রত মণ্ডল? জানা গিয়েছে, সম্প্রতি তাঁকে অসুস্থতার জন্য একদিন জেল হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। অনুব্রতর আইনজীবীর কথায়, আপাতত জেলের তিন নম্বর সেলে রয়েছেন বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা।

শুক্রবার অনুব্রত মণ্ডলকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করার কথা ছিল। কিন্তু, এদিন তাঁকে সশরীরে হাজির করা হয়নি। বরং ভিডিয়ো কলে তাঁকে হাজির করা হয়। ২১ সেপ্টেম্বর পর্যন্ত অনুব্রত মণ্ডল এবং সুকন্যার জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

Anubrata Mondal News : ‘কতিপয়’ লোকের আনাগোনা! কেষ্টর জেলযাত্রার এক বছর পরে বোলপুরের বাড়িতে কারা?
এদিকে এদিন আদালতে উপস্থিত করা হয় সেহগল হোসেনকেও। তাঁকে অনুব্রত কন্যা সুকন্যা জিজ্ঞাসা করেন, তাঁর বাবা কোথায়? কেন তিনি অনুপস্থিত। সেহগল তাঁকে অসুস্থতার বিষয়টি জানাতেই চোখের জলে ভাসেন সুকন্যা। এজলাসে দাঁড়িয়েই কেঁদে ফেলেন তিনি।

অন্যদিকে, অনুব্রত মণ্ডলের তিহাড় যাপন ২১ সেপ্টেম্বরের আগেই শেষ হবে বলে আশাবাদী তাঁর আইনজীবী। অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন, “এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে পেশ করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। তাঁর স্বাস্থ্য ঠিক নেই। জেল থেকে অনুরোধ করা হয়েছিল যাতে তাঁকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে পেশ করা হয়। আদালত ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।”
Kajal Sheikh News : কেষ্ট-বিরোধী কাজলের হাতে জেলা পরিষদের ব্যাটন! নয়া ‘ভাইজান’-এর উত্থান বীরভূমে
পাশাপাশি আচমকাই অনুব্রত মণ্ডলকে ৩ নম্বর সেলে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান তিনি। কেন এই পদক্ষেপ তা নিয়ে করা হচ্ছে অনুসন্ধান। অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন, “কিছু নির্দেশ এসেছিল বলে জানা গিয়েছে।”

উল্লেখ্য, গোরু পাচার মামলায় গত বছর গ্রেফতার করা হয় বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। প্রাথমিকভাবে তাঁকে রাখা হয়েছিল আসানসোল সংশোধনাগারে। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় ED এবং দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে।

Anubrata Mondal Latest News : মাছ বিক্রি করছেন অনুব্রত মণ্ডল! ‘ভ্রান্তিবিলাস’-এর শিকার সেই সুকুমার এখন কোথায়?
নির্দিষ্ট সময় ED হেফাজতে থাকার পর অনুব্রত মণ্ডলকে পাঠানো হয়েছিল তিহাড় জেলে। আপাতত তিনি সেখানেই রয়েছেন। এদিকে অনুব্রত মণ্ডলের পাশাপাশি গোরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকেও। তিনিও এই মুহূর্তে রয়েছেন তিহাড়েই।

Sukanya Mondal : ‘আয় সখী আয়’ প্রিয় বান্ধবীর সঙ্গে দেখা সুকন্যার

সুকন্যা মণ্ডল অবশ্য বরাবর দাবি করে এসেছেন, গোরু পাচার মামলায় তিনি কিছু জানেন না। তিনি কোনওভাবেই জড়িত নন। যদিও তাঁর এই দাবি মানতে নারাজ তদন্তকারীদের একাংশ। অতীতে একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। পাশাপাশি এই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *