আর সেই রাস্তার হাল বেহাল। অপরদিকে আইসিডিএস কেন্দ্রটিতে এই মুহূর্তে চরম অস্বাস্থ্যকর পরিবেশেরও অভিযোগ উঠেছে। আইসিডিএস কেন্দ্রের সামনেই রয়েছে একটি পুকুর, সেই পুকুরের নোংরা জল গ্রাস করছে গোটা আইসিডিএস কেন্দ্রকে। এতেই শুক্রবার সকাল থেকে বিক্ষোভে শামিল হয়েছেন গ্রামের মানুষজন। একমাত্র রাস্তায় বেড়া দিয়ে ঘিরে অবরোধ বিক্ষোভ শুরু করেন তাঁরা। তাঁদের দাবি, দ্রুত পাকা ঢালাই রাস্তা করতে হবে, তা না হলে বন্ধ থাকবে আইসিডিএস কেন্দ্র।
এমনকি এদিনের এই বিক্ষোভের জেরে বন্ধও থাকে আইসিডিএস কেন্দ্রটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান। এই বিষয়ে ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান মনাজুর মোল্লা ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের সমস্ত দাবি শোনেন। এমনকি আশ্বাস দেন দ্রুত রাস্তার কাজ হবে। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর গ্রামবাসীরা বিক্ষোভ থেকে পিছু হটেন। এমনকি দ্রুত রাস্তা মেরামত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামের মানুষজন। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা ক্ষোভের সুরে বলেন, ‘আজকের এই বিক্ষোভ অনেকদিনের ক্ষোভের ফল।
বহুদিন ধরে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনকে জানিয়েছি যে আমাদের রাস্তাটি ঠিক করে দিন। কিন্তু কোনও জায়গা থেকেই আমাদের কথাতে আমল দেওয়া হয়নি। সেই সঙ্গে আইসিডিএস কেন্দ্রটির হালও যথেষ্ট খারাপ। বাচ্চারা ঠিকঠাক খাবার পায় না। খাবার পেলেও সেই খাবার থাকে নিম্নমানের।
সেই খাবার মুখে তোলা যায় না। আজ বিক্ষোভ দেখালাম। এরপরেও সমস্ত কিছুর সুরাহা না হলে বিকল্প পন্থা ভাবব’। উপ প্রধান মনাজুর মোল্লা বলেন, ‘এভাবে আইসিডিএস কেন্দ্র বন্ধ করে রাখা ঠিক নয়। মানছি কিছু সমস্যা আছে। পঞ্চায়েত ভোট মিটে গিয়েছে। এবার সমস্ত কিছুর সমাধান করা হবে’।
