মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্ব মেদিনীপুরের জেলা তথ্য ও সংস্কৃতি দফতর এবং মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গানের প্রতিযোগিতা হয় জেলাশাসক ভবনে। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত অ্যাকাডেমিও এই উদ্যোগে সাহায্য করেছে। পূর্ব মেদিনীপুরের তমলুক, হলদিয়া, কাঁথি, এগরা সাব ডিভিশন মিলে ৪৩ জন প্রতিযোগিনী রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ২৬ জন আধুনিক বাংলা গান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।