Sourav Ganguly Jadavpur university Case : ‘ভয়ানক…কড়া আইন আনা প্রয়োজন’, যাদবপুরকাণ্ড নিয়ে মুখ খুললেন সৌরভ – sourav ganguly opens up about jadavpur university student death case


যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এবার এই নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। ‘দাদা’ বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। র‌্যাগিং বন্ধ করার জন্য অবিলম্বে আইন আনার প্রয়োজনীয়তা রয়েছে।”

শুক্রবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই যাদবপুর নিয়ে প্রশ্ন করা হলে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “এটা অত্যন্ত শকিং। এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য কড়া আইন আনার প্রয়োজনীয়তা রয়েছে। এটা অত্যন্ত লজ্জার।”

Sourav Ganguly Jadavpur university Case : ‘ভয়ানক…কড়া আইন আনা প্রয়োজন’, যাদবপুরকাণ্ড নিয়ে মুখ খুললেন সৌরভ
উল্লেখ্য, যাদবপুরের প্রথম বর্ষের এক ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় হয়েছে গোটা রাজ্য। নদিয়ার প্রথম বর্ষের পড়ুয়ার পরিবার র‌্যাগিংয়ের অভিযোগ এনেছেন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ওই পড়ুয়াকে একাধিক রুমে ঘোরানো হয়েছিল। পরে তাঁকে একটি রুমে নিয়ে বিবস্ত্র করা হয়। কিন্তু, এরপর ঠিক কী হয়েছিল? তাঁকে কি ধাক্কা দেওয়া হয় নাকি এটি দুর্ঘটনা, তা নিয়ে তদন্ত চলছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয় জনকে। ধৃতদের জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, এদিন অভিযুক্তদের একাংশ রাত ১০টা ১৫ মিনিটে ফোন করেছিলেন ডিন অব স্টুডেন্টসকে। ডিন অব স্টুডেন্টস পরবর্তীতে সুপারকে ফোন করেছিলেন।

Jadavpur University Ragging Case : ‘র‌্যাগিং’-এর ভিডিয়ো ভাইরালের হুমকি, মোবাইলে পৃথক ফোল্ডার! সৌরভের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য
১১টা ৪৫ মিনিট নাগাদ ওই ছাত্রের বিবস্ত্র-রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। ধৃতদের জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। এদিকে মৃত ছাত্রের পরিবারের দাবি, হস্টেলে ভালো ছিল না তাঁদের পরিবারের সন্তান। র‌্যাগিংয়ের অভিযোগ এনেছেন তাঁরা। এই ছাত্রের পরিবারকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Jadavpur University Ragging Death Case : বিবস্ত্র করে ‘ইনট্রো’, দেড় ঘণ্টা নির্যাতন! যাদবপুরকাণ্ডে পুলিশি জেরায় হাড়হিম করা তথ্য
দোষীরা রেহাই পাবে না, এই আশ্বাস দেওয়া হয়েছে তাঁর পক্ষ থেকে। ইতিমধ্যেই যাদবপুরের ঘটনা নিয়ে সরব হয়েছেন বহু বিশিষ্টজনেরা। এবার এই তালিকায় না সংযোজন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিকে যাদবপুরের ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও। রবীন্দ্র ভারতী, প্রেসিডেন্সির মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর ক্যাম্পাসের CCTV-গুলি খতিয়ে দেখার কাজ শুরু করেছে।

CCTVগুলি কাজ কছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে পুলিশ কমিশনার জানিয়েছেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। কারা রয়েছে এই ঘটনার নেপথ্যে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *