Bankura News Today : নৃশংস! বউমার গলার নলি কেটে দেহ গোবর গ্যাসের ট্যাঙ্কে ফেলল শ্বশুর-শাশুড়ি – bankura housewife killed by mother in law and father in law for dowry


নিজের ঘরে গৃহবধূর গলার নলি কেটে খুন করে প্রমাণ লোপাট করতে প্রতিবেশীর গোবর গ্যাসের ট্যাঙ্কে দেহ ভরে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। ঘটনায় প্রত্যক্ষ যোগসাজসের অভিযোগ উঠেছে বধূর স্বামীর বিরুদ্ধেও। নৃশংস এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শালতোড়া থানার ঢেকিয়া গ্রামে। ঘটনায় পুলিশ ওই গোবর গ্যাসের ট্যাঙ্ক থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধারের পাশাপাশি শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে। আটক করা হয়েছে স্বামীকেও।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। ওই দিন আচমকাই শালতোড়া থানার ঢেকিয়া গ্রামে নিজের শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যান মোনালিসা ঘটক নামের গৃহবধূ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর শুক্রবার মোনালিসার স্বামী কাজু ঘটক মোনালিসার বাবা ও মা কে সঙ্গে নিয়ে শালতোড়া থানায় হাজির হয়ে মিসিং ডায়েরি করেন। স্ত্রী নিখোঁজ হওয়ার পাশাপাশি তাঁর বাবা সুজিত ঘটক ও মা ইতু ঘটককেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানায় কাজু। সেই সময়ই মোনালিসার বাপের বাড়ির লোকজন পুলিশকে জানায় পণের দাবীতে দীর্ঘদিন ধরেই শ্বশুর ও শাশুড়ি তাঁদের মেয়ের উপর অত্যাচার চালাচ্ছিল। এই নিখোঁজের সঙ্গে পণের দাবিতে অত্যাচারের সম্পর্ক থাকতে পারে, এমন তথ্যও পুলিশের হাতে তুলে দেন মোনালিসার বাবা ও মা।

Dakshin 24 Pargana News : পুরনো শত্রুতার জেরে গলার নলি কেটে জোড়া খুন, বজবজে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি
ঘটনার তদন্তে নেমে প্রথমেই মোনালিসার শ্বশুর শাশুড়ির খোঁজ শুরু করে পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় মোনালিসার স্বামী কাজু ঘটককেও। শেষ পর্যন্ত বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে মোনালিসার শ্বশুর শাশুড়ি বিষ্ণুপুর থানার হিংজুড়ি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে আছে। সেখানে হানা দিয়ে নিখোঁজ বধুর শ্বশুর শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের মুখে নিখোঁজ বধূর শ্বশুর ও শাশুড়ি ভেঙে পড়ে। এরপরই পুলিশ ঢেকিয়া গ্রামে হানা দিয়ে মৃতার প্রতিবেশীর গোবর গ্যাসের একটি ট্যাঙ্ক থেকে দেহ উদ্ধার করে। আজ দেহটিকে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ও হাসপাতালে পাঠান হয়।

Hooghly News: বিবাহ বহিভূর্ত সম্পর্কের জের? যুবকের অস্বাভাবিক মৃত্যুতে আটক ‘প্রেমিকা’র পরিবার
স্থানীয় সূত্রে জানা গেছে মোনালিসা আজ থেকে বছর ছয়েক আগে শালতোড়ার বিষজোড় গ্রামের এক যুবককে ভালোবেসে বিয়ে করেন। পরবর্তীতে পার্শ্ববর্তী ঢেকিয়া গ্রামের কাজু ঘটকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তারপর কাজুকে বিয়ে করে ঢেকিয়া গ্রামে তার বাড়িতেই থাকতে শুরু করেন। ঠিক কী কারণে এই খুন ও ঘটনায় কাজুর কী ভূমিকা তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা। নিহতের বাপের বাড়ির লোকজনের অভিযোগ, স্বামী কাজু ঘটকের প্রত্যক্ষ মদত ও যোগসাজসেই এই ঘটনা ঘটিয়েছে শ্বশুর শাশুড়ি। গোটা ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতার বাপের বাড়ির সদস্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *