Firhad Hakim Son in Law : পরিবারে অধীর-কাঁটা! তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ ফিরহাদের জামাইয়ের, তুমুল শোরগোল – firhad hakim son in law yasser haidar joins congress from trinamool congress


শনির বারবেলায় বড় ধাক্কা তৃণমূলের। শাসকদল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের দাপুটে মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসির হায়দর। তিনি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে ছিলেন। কিন্তু ২০১৯ সালে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রদেশ কংগ্রেসের রাজ্য সদর কার্যালয় বিধান ভবনে পৌঁছন ইয়াসির। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি ও বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন ইয়াসির। যাদবপুরকাণ্ড নিয়ে শাসক-বিরোধী তরজার মধ্যেই এই খবর তাৎপর্যূপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

অধীর চৌধুরীর পাশে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়াসির বলেন, ‘মানুষের কাজ করার জন্য রাজনীতিতে এসেছিলাম। মনে হয় কংগ্রেস থেকে রাহুল গান্ধী ও অধীর চৌধুরী নেতৃত্বে মানুষের জন্য কাজ করতে পারব। কংগ্রেস ভেঙেই তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। তাই এই দলের যোগ দিলাম।’

Adhir Chowdhury : তৃণমূলের বিরোধিতায় অধীর কি সংযম-পথে?
ইয়াসির আরও বলেন, ‘তৃণমূলে থেকে আমি কাজ করতে পারছিলাম না। কোনও দুর্নীতিতে আমার নাম জড়িত ছিল না। এতদিন ধরে রাজনীতি করেছি, এখন রক্তে মানুষের সেবা রয়েছে। ২০১৯ সালে আমাকে কেন যুব তৃণমূলের সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হল, তা আমি বুঝতে পারলাম না। দলের শীর্ষ নেতৃত্বেকে জিজ্ঞেস করেও কোনও উত্তর পাইনি। সেই কারণে অধীরদার ডাকে সাড়া দিয়ে আমি কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

Trinamool Congress News : TMC শীর্ষ নেতৃত্বের পছন্দকে ‘কাঁচকলা’, প্রধান পদে শপথ নিলেন কে? হেমতাবাদের হইহই
তাঁর শ্বশুর তৃণমূলের অন্যতম নেতা। একই সঙ্গে গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ও কলকাতার মেয়র পদে রয়েছেন ফিরহাদ। তাসত্ত্বেও কেন এই সিদ্ধান্ত? এই প্রশ্নের জবাবে ইয়াসির বলেন, ‘কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। ভারতের সবথেকে পুরনো পার্টি কংগ্রেস। সেই কারণে দেশবাসীর কংগ্রেসের প্রতি ভালোবাস ও দুর্বলতা রয়েছে। আমাদের মতো তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের কংগ্রেস সুযোগ দিয়েছে। আমরা আরও ভালো করে কাজ করব। আমি রাম নিয়ে রাজনীতি করতে পারব না বলেই বিজেপিতে যাইনি। মানুষেকর সুবিধার জন্য রাজনীতি করতে চাই।’

বিস্তারিত জানতে রিফ্রেশ করুন….



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *