Jadavpur University News : যাদবপুরে অবাধে চলে মাওবাদী কার্যকলাপ? মুখ খুললেন সেই স্বঘোষিত মাও ছাত্রনেতা – student leader tathagata chowdhury comments on maoist allegations upon jadavpur


যাদবপুর-শুভেন্দুর ‘মাওবাদী অভিযোগ’- কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ…
গত বৃহস্পতিবার রাজ্যের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কার্যত দেখা গেল ধুন্ধুমার চিত্র।

শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন, তাঁর নিরাপত্তা বিঘ্নিত করে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি কালো পতাকা দেখায় এবং স্লোগান দেয়। তাঁরা ‘নিষিদ্ধ অতি বাম মাওবাদী সংগঠন’ রেভলিউশনারি স্টুডেন্টস ফেডারেশন (RSF)-এর সদস্য। এরপর যাবদপুরে ‘মাও কার্যকলাপ’ নিয়ে সরব হয়ে দেখা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকে।

Jadavpur University News : ‘খুনের চেষ্টা করেছে আমাকে…’, যাদবপুরের ধুন্ধুমার নিয়ে FIR দায়ের শুভেন্দুর
যাঁদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দেগেছেন শুভেন্দু অধিকারী, এবার সেই RSF-এর সদস্যই সামনে এসে দাবি করলেন, তাঁরা ‘মাও নীতি’-তে দীক্ষিত।’জি ২৪ ঘণ্টা’-এর একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন RSF-এর সদস্য তথাগত চৌধুরী। বিরোধী দলনেতাকে যে সময় কালো পতাকা দেখানো হয় এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয়, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিলেও তথাগত এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন।

Jadavpur University Case : এত মারামারি কি ফোকাস ঘোরাতে?
সেক্ষেত্রে যাদবপুরের ‘মাও নীতির চাষ হয়’, এই অভিযোগে কি তিনি শিলমোহর দিচ্ছেন?
এই প্রশ্নের জবাবে যুক্তির জাল সাজিয়েছেন তথাগত। RSF-এর নিষিদ্ধকরণ প্রসঙ্গে তাঁর মন্তব্য, “দেশে একটিমাত্র মাওবাদী সংগঠন নিষিদ্ধ। তা হল CPI মাওবাদী সংগঠন। আমাদের সংগঠনের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আমরা CPI মাওবাদীর সঙ্গে কোনওভাবে যুক্ত নয়।”

পাশাপাশি নিজেকে মাও মতাদর্শের বাহক হিসেবে দাবি করে তাঁর মন্তব্য, “মাওবাদ দর্শন কোনওভাবেই দেশে নিষিদ্ধ নয়।

Suvendu Adhikari : ‘ব্রাত্যকে নোটিশ না দিলে কাল থেকে ছাত্রের নাম বলব’, হুঁশিয়ারি শুভেন্দুর
সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘মাওবাদের চাষ’ সংক্রান্ত যে অভিযোগ ওঠে তা কি কোনওভাবে সত্যি? এই প্রসঙ্গে তথাগত রায়চৌধুরী বলেন, “মাওবাদের চাষবাষ নকশালবাড়ির সময়ও হয়েছিল, লালগড়ের সময়েও হয়েছে, আজকের দিনে দাঁড়িয়েও হচ্ছে।”

যাদবপুরের পড়ুয়ামৃত্যুর ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে ABVP এবং BJP যুব মোর্চা। সেই সভায় যোগ দিয়ে ফেরার সময় তাঁর উপর পথে হামলা হয় বলে অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুধু তাই নয়, যাদবপুর থানায় তিনি FIR দায়ের করেন। পরিকল্পনা করে তাঁকে ‘খুন করার চেষ্টা’ করা হচ্ছে বলেও অভিযোগ করেন শুভেন্দু।

Jadavpur Universitty Student Death : ‘ধৃত কাশ্মীরি পড়ুয়াকে রেসিডেন্সিয়াল দিল কে?’, যাদবপুরকাণ্ডে NIA-CBI টানলেন শুভেন্দু
শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো প্রসঙ্গে তথাগত রায়চৌধুরী অবশ্য দাবি করেন, ভারতের নাগরিক হিসেবে তাঁর ‘রাজনৈতিক অধিকার’ কালো পতাকা দেখানোর। যাদবপুর অঞ্চলে তাঁদের সংগঠন রয়েছে তা দাবি করেছেন এই ছাত্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *