Jadavpur University News : ‘সাধু হয়ে থাকার দিন নেই…বাঁশঝাড় দেব,’ যাদবপুরে নয়া ইউনিট খুলে হুঁশিয়ারি TMCP রাজ্য সভাপতির – trinankur bhattacharya shankudeb panda and abhra sen reaction on jadavpur university new tmcp unit


একদিকে যখন ছাত্রমৃ্ত্যুর ঘটনায় উত্তাল যাদবপুর, ঠিক তখনই বিশ্ববিদ্যালয়ে নিজেদের সংগঠনকে আরও মজবুত করা ওপরে জোর দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। যাদবপুরে তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনকে মজবুদ করার নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই দেখা গেল, নতুন করে ইউনিট গড়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। নয়া ইউনিটের সভাপতি করা হয়েছে রাজন্যা হালদারকে। আর চেয়ারপার্সনের দায়িত্ব পেয়েছেন সঞ্জীব প্রামাণিক। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছে, অতীতে বিভিন্ন সময় যাদবপুরে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট গড়া হলেও, তা দলকে খুব একটা সাফল্যের মুখ দেখাতে পারেনি। যার জন্য ইউনিটের নেতৃত্বও বদল করা হয়েছে। সেক্ষেত্রে এবার কি সাফল্য এনে দিতে পারবে রাজন্যা-সঞ্জীব জুটি?

এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ‘পুরোটাই সফল হবে। ছাত্রছাত্রীদের সমর্থন -ভালবাসা যে ভাবে বাড়ছে এবং যে ভাবে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, তাতে অবশ্যই তৃণমূল ছাত্র পরিষদ ওখানে সফল হবে। রাজন্যা-সঞ্জীবের ওপরে দায়িত্ব পড়েছে, ওরা যথেষ্টই জনপ্রিয়। ওদের মধ্যে লড়াই করার সক্ষমতা আছে। এই দু’জনে মিলে আগামীদিনে যাদবপুরকে সন্ত্রাস মুক্ত করবে এই বিশ্বাস রাখি।’ তৃণঙ্কুরের হুঁশিয়ারি, ‘আমাদের যেটা শেখাবে তার পালটা জবাব হবে। আজকে আর সাধু হয়ে থাকার দিন নেই। যদি তারা আমাদের গেলাপফুল দেয়, আমার গোলাপফুল দেব। তার যদি গোলাপফুলের কাঁটা দেয়, আমার বাঁশঝাড় দেব।’

Jadavpur University News : ২১-এর মঞ্চে উত্থান, যাদবপুরে পায়ের মাটি ‘শক্ত’ করতে রাজন্যাই ভরসা TMCP-র
অন্যদিকে তৃণাঙ্কুরের পূর্বসূরী তথা বর্তমান বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বলেন, ‘আমি যখন তৃণমূল ছাত্র পরিষদ করতাম তখন ৭০টা সি আর জিতেছিলাম, ১টা জেনারেল সেক্রেটারি জিতেছিলাম। সফলতা কাকে বলে? মারধর করে গায়োর জোরে পুরোটা দখল করে নেওয়া? সফলতা হচ্ছে গণতান্ত্রিক উপায়, তাতে অংশ নিয়ে নির্বাচনে জেতা। তৃণমূল ছাত্র পরিষদের সেদিনের সফলতাকে যিনি মাঠে মেরে দিয়েছিলেন তাঁর নাম পার্থ চট্টোপাধ্যায়। জুটার সঙ্গে সেটিং করে তিনি অভিজিৎবাবুকে তাড়িয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। নাকতলা নির্বাচনে জেতার জন্য তিনি সেটিং করেছিলেন, তার ফল আজকে ভুগতে হচ্ছে। শুথু টিএমসিপি নয়, সমস্ত ছাত্র সংগঠন তাদের রাজনৈতিক কাজকর্ম করবে, তার অবারিত পরিস্থিতিকে ছাত্র গণতান্ত্রিক পরিবেশ বলা হয়। শুধুমাত্র বামপন্থীরা ছড়ি ঘোরাবে, এটাকে যদি গণতন্ত্র বলা হয়, তাহলে বলতে হয় অনেককাল আগেই যাদবপুরে গণতন্ত্রের হত্যা হয়েছে। এখন যা হচ্ছে সেটা অপরাধীকরণ। এই অপরাধীকরণকেই মুক্ত করতে হবে।

Jadavpur University News : যাদবপুরে তুলকালাম! TMCP-র ডেপুটেশন ঘিরে উত্তপ্ত ক্যাম্পাস, শ্লীলতাহানির অভিযোগ
পাশাপাশি প্রাক্তন তৃণমূল তথা বর্তমান বিজেপি নেতা অভ্র সেন বলেন, ‘এই ইউনিট বদলে একে-ওকে দায়িত্ব দিয়ে আসলে কোনও লাভ হবে না। বারংবার ইউনিট বদলায়, কারণ কেউ সাফল্য দিতে। এবারেও হবে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *