Jadavpur University Ragging Case : কোথায় ‘আলু’? যাদবপুরের FETSU নেতার বাড়িতে লুকিয়ে ‘রহস্য’! – jadavpur university fetsu leader aritra majumder is still missing after student death case


যাদবপুরের পড়ুয়ামৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছে বারাসতের বাসিন্দা অরিত্র মজুমদার ওরফে আলুর। ঘটনার পর থেকেই ‘নিখোঁজ’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ফেটসুর এই পদত্যাগী চেয়ারম্যান। ৯ অগাস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে পড়ুয়ামৃত্যুর ঘটনার পর ১০ অগাস্ট বৃহস্পতিবার শেষবার দেখা গিয়েছিল অরিত্রকে। হস্টেলের প্রত্যক্ষদর্শীরা এমনটাই জানিয়েছেন। তারপর থেকেই বেপাত্তা ‘আলু’।

শুক্রবার বারাসতের নবপল্লী এলাকায় অরিত্রর বাড়িতে গিয়েও খোঁজ মিলল না কারও। বারবার ডাকাডাকি করেও বাড়ি থেকে কারও সাড়াশব্দ পাওয়া যায়নি। যদিও স্থানীয় সূত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। নবপল্লী এলাকার বাসিন্দারা জানিয়েছেন, অভিজাত পরিবারের অরিত্রর বেড়ে ওঠা। তাঁর বাবা ধনী ব্যবসায়ী হিসেবেই পরিচিত এলাকায়। মা সরকারি চাকরি করতেন বলে জানা গিয়েছে। যাদবপুরের ঘটনায় নাম জড়ানোর পর থেকে অরিত্র ওরফে ‘আলু’-র বাবা-মাকে এলাকায় দেখা যাচ্ছে না বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।

Jadavpur Ragging : ‘আলু’ এখন কোথায়! প্রশ্ন উঠছে ক্যাম্পাসেও
যাদবপুরের বাংলা প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুতে নাম জড়ালেও স্থানীয়রা অরিত্রকে ‘ভালো ছেলে’ বলেই চেনেন। অরিত্রর নাম জড়ানোয় পাড়া-প্রতিবেশীরা রীতিমতো অবাক হয়েছেন। অরিত্রর এক প্রতিবেশী বলেন, ‘ছোটোবেলা থেকে ভালো ছেলে হিসেবেই দেখেছি। কার কখন মতিভ্রম হয় সেটা বলা মুশকিল। বাড়িতে এলে দেখতাম, ভালো আছে কি না জিজ্ঞেস করতাম। এর বেশি কথা হত না। কখনও কিন্তু কারও সঙ্গে খারাপ ব্যবহার করতে ওঁকে দেখিনি। ওঁর নাম জড়ানোয় আমরাও অবাক হয়েছি। ওঁর বাবা-মাকেও দেখা যাচ্ছে না বেশ কয়েকদিন।’

Jadavpur University News : ক্যাম্পাসে কেন নেই CCTV? পুলিশের প্রশ্নে চাঞ্চল্যকর দাবি ডিন অব স্টুডেন্টসের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ামৃত্যুর ঘটনার পর ভাইরাল হওয়া একটি একটি চ্যাটের স্ক্রিনশট থেকে অরিত্র মজুমদার ওরফে আলু ও সৈকত শিট নামে দুই ছাত্রনেতার নাম সামনে আসে। ওই চ্যাটের স্ক্রিনশটের কথোপকথনে দাবি করা হয়, ঘটনার দিন বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলেই ছিলেন আলু ও শিট। এই ঘটনার পিছনে তাঁরাও সরাসরি যুক্ত বলে দাবি করা হয়। যদিও চ্যাটের সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। নাম জড়ানোর পর সৈকত একটি দীর্ঘ ফেসবুক পোস্ট করলেও বেপাত্তা হয়ে যান অরিত্র।

Jadavpur University : ‘…বারবার গেট বন্ধ করতে বলা হয়’, চাঞ্চল্যকর দাবি হস্টেলের নিরাপত্তারক্ষীর
অন্যদিকে যাদবপুরের পড়ুয়ামৃত্যুর ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১২। শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদের পর প্রাক্তনী ও বর্তমান পড়ুয়া মিলিয়ে আরও তিনজকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিন তাঁরা হস্টেলে ছিলেন এবং নির্যাতনের সঙ্গে যুক্ত বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। নতুন করে ধৃত তিনজনকে আজই আলিপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *