ফুলকি ধারাবাহিক এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল। সিরিয়ালের শুরু থেকেই দর্শকের মন জয় করেছিল। বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে ধারাবাহিকের লিড চরিত্রে অভিনয় করছেন দেবযানী। মুর্শিদাবাদের মেয়ে দেবযানীর স্বপ্নপূরণের উড়ান ফুলকি। TRP-র দৌড়েও ভালোই জায়গা করে নিয়েছে ফুলকি ধারাবাহিক। ফুলকি হয়ে উঠলেন কী করে দেবযানী? সেই নিয়ে অকপট অভিনেত্রী দেবযানী মণ্ডল। আরও নানান বিষয় নিয়ে নানান অজানা কথা শেয়ার করলেন তিনি। See The Entertainment Video.