Uttar 24 Pargana : হাবড়ায় পুরসভার কর্মীর বাড়ির বাইরে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, আতঙ্ক – bomb is recovered from in front of the house of jiban krishna kundu employee of the municipality in ward no 6 of habra


দিদির পর এবার ভাইয়ের বাড়ির সামনে থেকে উদ্ধার হল তাজা বোমা। পুরসভার অস্থায়ী কর্মী জীবন কৃষ্ণ কুন্ডুর বাড়ির সামনে থেকে বোমা উদ্ধারের পরই আতঙ্কে রয়েছে গোটা পরিবার। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। জানা যায় ওই ওয়ার্ডেরই বাসিন্দা জীবন কৃষ্ণ কুন্ডু। তিনি সকালে ঘুম থেকে উঠে দেখতে পান তাঁর বাড়ির সামনে একটি ব্যাগ ঝুলছে। আর সেই ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! দেখেন ব্যাগের মধ্যে রয়েছে বোমা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাবড়া থানায়। হাবড়া থানার পুলিশ বোমা উদ্ধার করে নিয়ে আসে।

Nadia News Today : নদিয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ SUCI কর্মী, অভিযোগের তির তৃণমূলের দিকে
প্রসঙ্গত, চলতি মাসের ১৩ তারিখে জীবনকৃষ্ণ কুন্ডুর দিদির বাড়ির থেকে চারটি বোমা উদ্ধার করে পুলিশ। জীবনকৃষ্ণ কুন্ডু ও তাঁর পরিবারের লোকজনের অভিযোগ, তাঁরা তৃণমূল করেন বলে কেউ বা কারা তাঁদেরকে আতঙ্কিত করার জন্য বা ভয় দেখানোর জন্যই একের পর এক বাড়িতে বোমা রেখে যাচ্ছে। তবে আজ একটি বোমা উদ্ধার করে নিয়ে যায় হাবড়া থানার পুলিশ। পাশাপাশি কে বা কারা বোমাগুলি রাখছে তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনায় সৃষ্টি হয়েছে আতঙ্কের। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। জীবন কৃষ্ণ কুন্ডু বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে বাইরে আসি।

Belgharia Expressway : পানশালায় অশান্তি থেকে খুন? বেলঘড়িয়ায় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য
এসেই দেখি একটি ব্যাগ। কি আছে সেই ব্যাগে দেখবার জন্য ব্যাগ খুলতেই দেখতে পাই বোমা। ভয়ে কাঠ হয়ে যাই আমি। সঙ্গে সঙ্গে পরিবারের বাকি লোকজন এসে অবস্থা দেখে পুলিশকে খবর দেন’। সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘আমি, আমার পরিবার, আমার দিদির পরিবার সবাই সক্রিয়ভাবে তৃণমূল করি।

Nadia News Today : কংগ্রেস সমর্থকের বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের তাণ্ডব! চলল গুলি, নদিয়ায় শিশু সহ আহত ১৫
আর সেই কারণেই আমাদের কেউ বা কারা ভয় দেখাচ্ছে’। যদিও এই বোমা রেখে যাওয়া বিরোধী দলের কাজ নাকি দলেরই গোষ্ঠীদ্বন্দ্ব, সেই বিষয়ে মুখ খোলেননি জীবন কৃষ্ণ কুন্ডু। উল্লেখ্য, তৃণমূলের যুবরাজ তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচির আগেই হাবড়া থেকে উদ্ধার হয় তাজা বোমা।

Dakshin 24 Pargana News : পুরনো শত্রুতার জেরে গলার নলি কেটে জোড়া খুন, বজবজে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি
অচেনা ব্যক্তিদের দেখে কৌতুহল বসত কিছু লোক এগিয়ে যেতেই দেখেন ব্যাগে রয়েছে তাজা বোমা। সেই সময় সেই ব্যাগ ফেলে রেখেই চম্পট দেয় দুষ্কৃতীরা। এর পরই খবর দেওয়া হয় হাবড়া থানার পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে এসে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে এলাকায় সৃষ্টি হয় আতঙ্ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *