বিদেশ থেকে ফিরলেন অভিষেক… Abhishek Banerjee returns from aboard


কমলাক্ষ ভট্টাচার্য: ‘শারীরিকভাবে ঠিক আছেন’। চিকিৎসা করিয়ে বিদেশ থেকে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। মেয়ের হাত ধরে কলকাতা বিমানবন্দর থেকে বেরোতে দেখা গেল তাঁকে। 

আরও পড়ুন: JU Student Death: ‘কোনও র‌্যাগিং হয়নি, ছেলেটি নিজে করিডর থেকে ঝাঁপ দেয়’!

পঞ্চায়েত ভোট তখন শেষ। ফলাফলও ঘোষণা হয়ে গিয়েছে। ২৬ জুলাই চিকিৎসা করাতে বিদেশ যান অভিষেক। কলকাতা থেকে দুবাই রওনা দিয়েছিলেন দেন তিনি।

তারপর? চোখে রোদ চশমা। পিঠে কালো লেদার ব্যাকপ্যাক। নিউইয়র্কের  টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে সেলফি তুলেছিলেন অভিষেক। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, বিদেশে বসেই  একযোগে ইডি ও বিজেপিকে আক্রমণ করেছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিকে বিদেশযাত্রার পর অভিষেক অশালী ভাষা আক্রমণ করেন সিপিএম সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম। টুইটে তিনি লেখেন, ‘সাংসদ তথা এই মাফিয়া ডন কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত। তিনি এখন নিউ ইয়র্ক থেকে সেলফি তুলে পাঠিয়েছেন। বিজেপি তাঁকে দেশের বাইরে চলে যেতে সাহায্য করেছে। শোনা যাচ্ছে অন্তত ১৫ বিদেশি বারবণিতার অ্যাকাউন্টে তাঁর অবৈধ টাকা জমা রেখেছেন’। সেলিমকে পাল্টা আইনি নোটিশ পাঠিয়েছেন অভিষেক।

ঘড়িতে তখন সাড়ে সাতটা। এদিন সন্ধ্যায় কলকাতায় ফেরেন অভিষেক। বিমানবন্দরে সাংবাদিকদের কোনও প্রশ্নের অবশ্য উত্তর দেননি তিনি। মেয়ে সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *